35.7 C
Kolkata
Friday, June 13, 2025
বিশ্ব বাংলা নিউজকলকাতারাজারহাটবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ

রাজারহাটবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ

নিজস্ব প্রতিনিধি, রাজারহাট: এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাজারহাট স্টেশন মোড় থেকে গলাসিয়া ব্রিজ পর্যন্ত রাস্তা সারাইয়ের। আর সেই দাবি আজ পূর্ণ হতে চলেছে। নিত্য যাত্রীদের রাস্তার বেহাল দশা থেকে মুক্তি দিতে উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের উদ্যোগে রাজারহাট ব্লকের অন্তর্গত রাজারহাট বিষ্ণুপুর ১নং গ্রাম পঞ্চায়েতের রাজারহাট ষ্টেশন থেকে গলাশিয়া ব্রিজ পর্যন্ত বাংলা গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে রাস্তার নির্মাণ কার্যের শুভ সূচনা হল আজ। উক্ত রাস্তার কাজের শুভ সূচনা করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নারায়ণ গোস্বামী। উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জী, রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাব উদ্দিন সহ রাজারহাট বিষ্ণুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সদস্য ও আধিকারিকগণ। জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা সংস্কারের আস্তা পূরণ হতে চলেছে। আমরাও পূর্ব ও প্রতিশ্রুতি অনুযায়ী এই রাস্তা সংস্কারের কাজে হাত দিয়েছি। আশা করছি খুব শীঘ্রই এলাকাবাসীরা একটি সুন্দর রাস্তাটি উপহার পেতে চলেছে।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles