31 C
Kolkata
Monday, May 13, 2024
বিশ্ব বাংলা নিউজকলকাতানিউ বারাকপুর থানার পুলিশের সাইবার প্রতারণার বড় সড় সাফল্য

নিউ বারাকপুর থানার পুলিশের সাইবার প্রতারণার বড় সড় সাফল্য

নিজস্ব প্রতিনিধি, নিউ ব্যারাকপুর: সাইবার প্রতারণার বড় সড় সাফল্য পেল নিউ বারাকপুর থানার পুলিশ।শনিবার দুপুরে প্রতারিত হওয়া বিরানব্বই হাজার সাতশ পচাশি টাকা উদ্ধার করে অভিযোগকারীর একাউন্টে তুলে দেওয়া হয় এদিন।থানার এই উদ্ধার কাজে খুশি ও আনন্দিত উপভোক্তারা।পুলিশ জানিয়েছে গত বছর সেপ্টেম্বর এক যুবকের টেলিগ্রামের মাধ্যমে প্রায় এক লক্ষ টাকা খোওয়া যায়।নিউ বারাকপুর থানার কর্তব্যরত পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রতারিত টাকা সুদক্ষতার সাথে উদ্ধার করে উপভোক্তার একাউন্টে তুলে দেওয়া হয়। শনিবার তার সম্পূর্ণ টাকা তুলে দেওয়া হয় থানার সাইবার বন্ধু প্রকল্পের মাধ্যমে।পাশাপাশি দুটি মোবাইল ফোন উদ্ধার করে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয় এদিন। উপস্থিত ছিলেন ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি, থানার ওসি সুমিত কুমার বৈদ্য, এসআই পার্থ দাস,এসআই সৌমেন দাস প্রমুখ। ইতিমধ্যেই এর আগেও অভিযোগের ভিত্তিতে নিউ বারাকপুর থানার পুলিশ সাইবার প্রতারণার স্বীকার এক ব্যবসায়ী ও বিশাল পরিমাণ টাকা উদ্ধার করে দিয়েছেন। থানার ওসি সুমিত কুমার বৈদ্য জানান সাইবার ক্রাইম এর মাধ্যমে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। ৪ জানুয়ারি থানার দায়িত্ব ভার নেওয়ার পরে এলাকায় অপরাধ মূলক কার্যকলাপ রুখতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সে কারনেই অপরাধ রুখতে থানায় চালু হওয়া অনলাইন সমাধানে সাইবার বন্ধু প্রকল্প মধ্যে দিয়ে সাধারণ মানুষের দ্রুত সমাধান করার জন্যই এই উদ্যোগ।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
21,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles