41 C
Kolkata
Saturday, April 27, 2024
বিশ্ব বাংলা নিউজজেলা'অমৃত ভারত স্টেশন' প্রকল্পে আমূল বদলে যাচ্ছে বাঁকুড়া রেলওয়ে স্টেশন

‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পে আমূল বদলে যাচ্ছে বাঁকুড়া রেলওয়ে স্টেশন

মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়াঃ ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পে আমূল বদলে যাচ্ছে বাঁকুড়া রেলওয়ে স্টেশন। ৪১ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যায়ে নবরুপে সেজে উঠছেন এই স্টেশন। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের ‘ভার্চুয়ালী’ উদ্বোধন করলেন।
এদিন এই প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে বাঁকুড়া স্টেশনে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার, রেলের আদ্রা ডিভিশনের ডি.আর.এম সুমিত নারুলা সহ অন্যান্যরা। ডাঃ সুভাষ সরকার এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, এরাজ্যে ৯৮ টি স্টেশন অমৃত ভারত প্রকল্পে আধুনিকীকরণ করা হবে। এর মধ্যে থাকা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অধীনে বাঁকুড়া ও জয়চণ্ডি পাহাড় স্টেশনকে ঢেলে সাজানো হবে।এছাড়াও দক্ষিণ পূর্ব রেলওয়ে মধ্যে ১০৮ টি আণ্ডারপাস তৈরী হবে। যার মধ্যে আদ্রা ডিভিশনের ৫০ টি-র মধ্যে বাঁকুড়ায় তৈরী হবে ৬ টি।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
21,600SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles