38 C
Kolkata
Saturday, May 4, 2024
বিশ্ব বাংলা নিউজজেলাআইনজীবী জয়দীপ মুখার্জির নেতাজির রহস্য উদঘাটনে 'চেকা দ্য রোড অফ বোনস' প্রকাশ

আইনজীবী জয়দীপ মুখার্জির নেতাজির রহস্য উদঘাটনে ‘চেকা দ্য রোড অফ বোনস’ প্রকাশ

মোল্লা জসিমউদ্দিন,হাওড়াঃ শুধু বাঙালি নয় আপামর ভারতীয়দের কাছে অন্তহীন আবেগের নাম নেতাজি সুভাষ চন্দ্র বসু। স্বাধীনতা সংগ্রামের বীর নায়ক নেতাজির অন্তর্ধান রহস্য আজও বিতর্কিত। ঠিক এইরকম পরিস্থিতিতে শনিবার কলকাতার নিজাম প্যালেস লাগোয়া এক বিলাসবহুল হোটেলের সভাগৃহে আইনজীবী জয়দীপ মুখার্জির নেতাজি কে নিয়ে গবেষণাধর্মী বই ‘ চেকা – দ্য রোড অফ বোনস’ বই প্রকাশ পেল।এই বই প্রকাশের উদঘাটনে সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুনীজনরা উপস্থিত ছিলেন। ছিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন মেজর জেনারেল জি.ডি বকসী, প্রাক্তন বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত, প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার,প্রাক্তন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত,প্রাক্তন বিচারপতি অশোক কুমার দাস অধিকারী, বিগ্রেডিয়ার দেবাশীষ দাস, প্রাক্তন ডিজিপি নপরাজিত মুখোপাধ্যায়, বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব, কলকাতা হাইকোর্টের আইনজীবী সঞ্জয় বর্ধন, আইনজীবী চন্দ্রশেখর বাগ,আইনজীবী অলোক কুমার দাস, বর্ষীয়ান অভিনেত্রী দেবিকা মুখার্জি প্রমুখ। ‘চেকা – দ্য রোড অফ বোনস’ বইটি ইংরেজি ভাষায় প্রকাশিত হলো, যাতে সর্বভারতীয় স্তরে বাঙালির বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসু কে নিয়ে অজানা তথ্য ও ছবি বিষয়ে জানতে পারেন।ইতিমধ্যেই ‘চেকা’ নামে এই বই বাংলা ভাষায় প্রকাশিত হয়েছিল,যা প্রকাশের অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়।১৮ ই আগস্ট ১৯৪৫ সালে জাপানের তাইহোকু তে তথাকথিত বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু পরবর্তী নানান গুরত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে এই ‘চেকা দ্য রোড অফ বোনস’ বইয়ের মধ্যে। রাশিয়ার সাইবেরিয়া জেলে বন্দি ছিলেন নেতাজি! এইরকম বিস্ফোরক দাবি তথ্যসহ তুলে ধরেছেন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী জয়দীপ মুখার্জি। অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি জানান -” নেতাজি সুভাষ চন্দ্র বসু কে নিয়ে বিশ্বের যে জায়গায় তথ্য – সুত্র পেয়েছি, সেখানেই গেছি।তা পরখ করতে।দেশের বাইরে বিভিন্ন দেশে বিশেষত রাশিয়া – জাপানের বিভিন্ন জায়গায় ঘুরে তথ্য সংগ্রহ করেছি।যা বই প্রকাশে খুব কার্যকরী হয়েছে “।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
21,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles