35 C
Kolkata
Monday, May 6, 2024
বিশ্ব বাংলা নিউজজেলাবন্যপ্রাণী সংরক্ষণ সচেতনতা শিবির

বন্যপ্রাণী সংরক্ষণ সচেতনতা শিবির

অভিজিৎ হাজরা, হাওড়া :- গ্ৰামীণ হাওড়া জেলার জয়পুর থানার গাজীপুরে সফলভাবে সম্পন্ন হল ‘ ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ‘ এর’ বন্যপ্রাণী সংরক্ষণ সচেতনতা শিবির ‘। বাঘরোল বা মেছোবাঘ মাঝারি আকারের বিড়াল গোত্রীয় বন্য প্রাণী।জন ঘনবসতি স্থাপন, কৃষি জমিতে রুপান্তর ও অন্যান্য কারণে বাঘরোলের আবাসস্থল জলাভূমি গুলো দিন দিন সংকুচিত ও হ্রাস পাওয়াই মূল কারণ,তাই আই – ইউ – সি- এন ২০০৮ সালে বাঘরোল বা মেছোবাঘ কে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করে।গাজীপুর গ্ৰামের মানুষের মধ্যে বদ্ধ মূল ধারনা বাঘরোল একটি ভয়ঙ্কর প্রানী ,মানুষ কে আক্রমণ করে। বাচ্ছা দের মুখে করে তুলে নিয়ে যায়। সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে গাজীপুর বালিকা বিদ্যালয়ে সচেতনতা শিবিরে আয়োজন করা হয় । স্কুল কর্তৃপক্ষ ও ‘ ফিউচার ফর নেচার ফাউন্ডেশনে ‘ এর যৌথ উদ্যোগে সফল ভাবে সম্পন্ন হলো এই বন্যপ্রাণী কর্মশালা। স্কুলের ছাত্রী দের মধ্যে ভুল ধারণা ভেঙে দিয়ে প্রজেক্টের মাধ্যমে অডিও ভিজ্যুয়াল মেথডে সচেতন করা হয়। সংগঠনের তরফে উপস্থিত ছিলেন তরুণ বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে রাজ্য জুড়ে কাজ করা রাজ্য প্রানী বাঘরোল সচেতক শুভ্রদীপ ঘোষ ও সংগীতা গিরি। স্কুলের ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় সচেতনা ফোল্ডার। দেখানো হয় তথ্য চিত্র ‘ মাছবাঘা ‘ । এই বন্যপ্রাণী কর্মশালায় সচেতন হয়ে স্কুলের ছাত্রীরা নিজেদের গ্ৰামের মানুষ কে এই বিষয়ে বোঝাবে ও সংরক্ষণের ভূমিকা গ্রহণ করবে বলে জানিয়েছে।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
21,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles