40 C
Kolkata
Sunday, April 28, 2024
বিশ্ব বাংলা নিউজখেলাঅ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন

অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন

অভিজিৎ হাজরা, হাওড়া :- গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার কুলগাছিয়ার মানিকপুর এ ‘আল হাবিব অ্যাম্বুলেন্স প্রাইভেট লিমিটেড ‘পরিষেবার শুভ উদ্বোধন হল। অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন করেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী।অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন করে ত্বহা সিদ্দিকী বলেন, ‘আল হাবিব প্রাইভেট লিমিটেড এর কর্ণধার সেখ রাহির আলি সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করে সমাজসেবা ও মানসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন’। তিনি আরও বলেন, ‘আগামী দিনে এই পরিষেবা যাতে প্রতিটি জেলাতেই পৌঁছে যায় তার জন্য এই সংস্থা যেন উদ্যোগ গ্ৰহণ করেন। ‘আল হাবিব প্রাইভেট লিমিটেড ‘ এর কর্ণধার সেখ রাহির আলি বলেন, ‘ কুলগাছিয়া হাইরোড সংলগ্ন এলাকা। কুলগাছিয়া,বীরশিবপুর, রামচন্দ্রপুর সহ হাইরোড সংলগ্ন এলাকায় প্রায়ই প্রতিদিনই দূর্ঘটনা ঘটে। এই অ্যাম্বুলেন্স পরিষেবা দূর্ঘটনাগ্ৰস্ত মানুষদের পাশাপাশি অন্যান্য রোগীদের অনেক সাহায্যে আসবে’। সেখ রাহির আলি আরো বলেন, ‘এই অ্যাম্বুলেন্স পরিষেবা বর্তমানে হাওড়া জেলায় শুরু হচ্ছে। হাওড়া জেলায় মোট ৪৫০ টির ও বেশী ফ্রী অ্যাম্বুলেন্স পরিষেবা থাকছে।এর পাশাপাশি প্রতিটি অঞ্চলে ৩ টি করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে।মেম্বার পিছু ১০০ টাকার রেজিস্ট্রেশনের উপরে বছরে ১০ বার ফ্রী অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যাবে। এছাড়াও নির্দিষ্ট কয়েকটি ঔষধের দোকানে ঔষধ কেনার উপর ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে ‘ ।সেখ রাহির আলি বলেন, ‘প্রতিটি অঞ্চলের ৫০ শতাংশ মানুষের রেজিস্ট্রেশনের পরেই সেই নির্দিষ্ট অঞ্চলে এই পরিষেবার কাজ শুরু হবে’।মহতী এই সামাজিক পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে ত্বহা সিদ্দিকী ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সেখ নুর ইসলাম, ‘ আল হাবিব প্রাইভেট লিমিটেড ‘ এর কর্ণধার সেখ রাহির আলি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
21,600SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles