নিজস্ব প্রতিনিধি, নিউ ব্যারাকপুর: আজ নিউ বারাকপুর পৌরসভার ১৯ নং ওয়ার্ডের “অঙ্গনা লজে” নিউ বারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহার উদ্যোগে ও নিউ ব্যারাকপুর পৌরসভার সহযোগিতায় র্পৌ্রসভার বিভিন্ন ওয়ার্ডের সাফাই কর্মী,স্বাস্থ্য কর্মী এবং নির্মল বন্ধুদের শরীর সুস্থ রাখবার জন্যে তাদের হাতে এক কেজি গ্লুকোনডি তুলে দিলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন নিউ বারাকপুর পৌরসভার পৌর প্রধান প্রবীর সাহা, উপ পৌর প্রধান স্বপ্না বিশ্বাস,১৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মনোজ কুমার সরকার,২০ নম্বর ওয়ার্ডের পৌর মাতা আরতি দাস মল্লিক সহ নিউ বারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা,পৌরমাতা ও নিউ বারাকপুর পৌরসভার সাফাই কর্মী,স্বাস্থ্য কর্মী এবং নির্মল বন্ধুরা। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।