35.7 C
Kolkata
Friday, June 13, 2025
বিশ্ব বাংলা নিউজজেলাউলুবেড়িয়া ১ ব্লকে জল জীবন মিশনের অধীনে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন

উলুবেড়িয়া ১ ব্লকে জল জীবন মিশনের অধীনে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন

অভিজিৎ হাজরা, হাওড়া : জল জীবন মিশনের আওতায় উলুবেড়িয়া ১ ব্লকের কালিনগর গ্রাম পঞ্চায়েতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট (WTP) এবং হিরাপুর গ্রামপঞ্চায়েতের কাঁজিয়াখালীতে ইনটেক পয়েন্ট পরিদর্শন করেছেন নোডাল অফিসার প্রণব তায়াল এবং টেকনিক্যাল অফিসার (NWE) সমীর পান্ডা। পাওয়ার বিভাগের ডিরেক্টর এবং ইউনিয়ন টেরিটরি ক্যাডারের প্রতিনিধি প্রণব তায়াল এই পরিদর্শনে জল সরবরাহ ব্যবস্থার অগ্রগতি, গুণগত মান এবং অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। এই পরিদর্শনের সময় তাঁরা ধুলাসিমলা গ্রাম পঞ্চায়েতে VWSC কমিটির মেম্বারদের সঙ্গে কথা বলেন এবং রনমহল, নবগ্রাম এর আলিপুকুর এবং ধান্দালির জয়নগর গ্রামে এলাকায় পানীয় জলের সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। আশা কর্মীদের FTK কিড দিয়ে জল পরীক্ষাও পর্যবেক্ষণ করেন। এছাড়াও, শ্যামপুর ব্লকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জল জীবন মিশনের কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে গভীর আলোচনা হয়।
জল জীবন মিশনের লক্ষ্য হল প্রতিটি গ্রামীণ পরিবারে নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জলের সংযোগ নিশ্চিত করা। এই পরিদর্শনে দেখা গেছে, উলুবেড়িয়া ১ ব্লকে জল সরবরাহের পরিকাঠামোর উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে, তবে কিছু এলাকায় নিয়মিত জল সরবরাহের ক্ষেত্রে এখনও চ্যালেঞ্জ রয়েছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌরভ বোস শ্যামপুর ব্লকে অনুষ্ঠিত বৈঠকে জানিয়েছেন, জল জীবন মিশন প্রকল্পে যে কাজ চলমান রয়েছে, তা নির্দিষ্ট সময় সীমার মধ্যেই শেষ হবে।
এই প্রকল্পে ইমপ্লিমেন্টেশন সাপোর্টিং এজেন্সি (ISA) কুল্টেকারী মাদার টেরেসা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরিদর্শন ও বৈঠকে উপস্থিত ছিলেন সুপারিন্ডেন্টিং ইঞ্জিনিয়ার (সিভিল) প্রতিপ রুদ্র, সুপারিন্ডেন্টিং ইঞ্জিনিয়ার (ইলেট্রিক্যাল মেকানিক্যাল) নিত্যানন্দ খাঁ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (সিভিল) সৌরভ বোস, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মেকানিক্যাল তন্ময় মন্ডল, সহকারী ইঞ্জিনিয়ার (AE), জুনিয়র ইঞ্জিনিয়ার (JE) সহ PHED ডিপার্মেন্টের (ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল) সকল আধিকারিক, SDO মানস কুমার মন্ডল, উলুবেড়িয়া ১ এর BDO এইচ এম রেজাউল হক, শ্যামপুর ১ এর BDO তন্ময় কাইজি, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট অভিষেক ঘোষ, DPMU গ্রুপের TL আকাশ চৌধুরি এবং IECশুভশ্রী ভট্টাচার্য এবং ISA-এর প্রতিনিধি হিসেবে ডিপিএম নিবেদিতা রায় , অ্যাডিশনাল ডিপিএম সুমন ঘোষ এবং উলুবেড়িয়া ১ ব্লকের বি পি এম সঞ্জীব জানা সহ বিভিন্ন ব্লকের ব্লক প্রোগ্রাম ম্যানেজার (BPM)। তাঁদের সমন্বিত প্রচেষ্টায় প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রণব তায়াল এবং সমীর পান্ডা স্থানীয় কর্মকর্তাদের জল সরবরাহ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ, গুণগত মান নিশ্চিতকরণ এবং সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের উপর জোর দিয়েছেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং বাসিন্দাদের সম্পৃক্ততার মাধ্যমে এই প্রকল্পের সফল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই পরিদর্শন জল জীবন মিশনের লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা গ্রামীণ হাওড়ার জনগণের জন্য নিরাপদ পানীয় জলের প্রাপ্যতা বাড়াতে সহায়ক হবে।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles