খাদিমুল ইসলাম বানারহাট: জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চানাটিপা গ্রাম থেকে রাতের অন্ধকারে গোয়াল ঘর থেকে গরুর দড়ি কেটে চুরি হলো একটি গরু। ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
জানা যায় শনিবার বানারহাট ব্লকের চানাডিপার বাসিন্দা হাতেম তাই এর বাড়ির গোয়ালঘর থেকে চুরি হয় একটি গরু। গোয়াল ঘরের দড়ি কেটে আটটি গরুর মধ্যে একটি গরু বড় ছিল আর সেই গরু চুরি হয়ে যায়, তবে গরু মালিকদের দাবি চুরি হওয়া গরুর বাজার মূল্য ষাইট হাজারেরও বেশি। গরু মালিক হাতেম তাই বলেন” প্রতিদিনের মতো গত কালকেও প্রায় নয়টি গরু গোয়াল ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখি। সকালে তিনি তার গরু বের করতে গেলেই তখনই দেখেন তার একটি গরুর দড়ি কাটা” অর্ধেক দড়ি থাকলেও নেই গরু তখনই সন্দেহ জাগে তার গরু চুরি হয়েছে। যদিও এর আগেও চানাটিপা গ্রাম থেকে টোটো সহ বিভিন্ন গবাদি পশু চুরির ঘটনা ঘটেছে” তবে পরপর এভাবেই গরু চুরির ঘটনায় উদ্বেগে রয়েছে এলাকার বাসিন্দারা।