নিজস্ব প্রতিনিধি, দমদম: দক্ষিণ দমদম পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মধুগড় অধিবাসীবৃন্দের পরিচালনায় বাৎসরিক কালী ও বড় ঠাকুরের পুজো অনুষ্ঠিত হলো আজ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম টাউন দমদম বিধানসভার সভাপতি তথা ১৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুকান্ত (রাজু) সেনশর্মা। উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তন্দ্রা সরকার সহ এলাকার বিশিষ্টজনেরা। এই পুজোকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।