খাদিমুল ইসলাম, বানারহাট:- শনিবার সাত সকালে চানাটিপা গ্রাম থেকে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। জানাযায় প্রতিদিনের মতো আজও সকাল সকাল চানাডিপার গ্রামের যুবক সিরাজ আলম। নিজের পুকুরে মাছের খাবার দিতে গিয়ে” হঠাৎ দেখতে পায় পুকুরের মধ্যে একটি বিশাল আকৃতির অজগর সাপ ঘুরাঘুরি করতে”
তারপর তিনি স্থানীয় বাসিন্দাদের খবর দিলে তারা সকলে এসে সেই পুকুর থেকে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপটিকে উদ্ধার করে একটি বাঁশের ঝোপঝাড়ে রশি দিয়ে বেঁধে রাখে। এইদিকে অজগর উদ্ধারের খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়তে, ভিড় জমান এলাকার বাসিন্দা সহ পথ চলতি মানুষরা। তারপরে স্থানীয় বাসিন্দারাই খবর দেয় বিন্নাগুরি বনকর্মীদের। খবর পাওয়া মাত্র বিন্নাগুড়ির বন কর্মীরা ঘটনাস্থলে এসে সেই বিশাল আকৃতির অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। “যদিও এলাকাবাসীদের দাবি প্রায় প্রতিনিয়ত, বেরুবাক নদীতে দেখা মিলে বিশাল আকৃতির অজগর আর সেই বিশাল আকৃতির অজগারি।প্রতিনিয়ত হাঁস মুরগি এবং বিভিন্ন গবাদি পশু সাবার করে” যদিও ইতিমধ্যেই নদী পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের” বেশ কিছু হাঁস সাবার করেছে বলে জানা যায়।