অভিজিৎ হাজরা,হাওড়া :- পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের উদ্যোগে হাওড়া জেলার বাকসীতে রূপনারায়ণ নদীর তীরে পালন করা হলো বিশ্ব কচ্ছপ দিবস বা ওয়ার্ল্ড টার্টেল্ ডে। ভারতবর্ষে প্রায় তিরিশ প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। এইসব কচ্ছপ কে রক্ষা করার জন্য বন বিভাগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে চলেছে।
হাওড়া জেলার গঙ্গা, রূপনারায়ণ, দামোদর নদীতে এবং বিভিন্ন জলাভূমি, পুকুর ও খালে প্রচুর কচ্ছপ পাওয়া যায়। কিন্তু শিকার করার জন্য, জলাভূমি ভরাটের জন্য, বাসস্থান নষ্ট হয়ে যাওয়ার জন্য এইসব কচ্ছপের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। এইদিন পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে রূপনারায়ণ নদীতীরবর্তী মৎস্যজীবী দের ও সাধারণ মানুষ কে কচ্ছপ রক্ষা করার বিষয়ে সচেতন করা হয়। বিভিন্ন সচেতনতামূলক লিফলেট দেওয়া হয়। এছাড়া গ্রামীণ হাওড়া থেকে উদ্ধার করা দুটি তিল কাছিম কে মৎস্যজীবীদের হাত দিয়েই পুনরায় নদীতে ছেড়ে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন চন্দ্রনাথ বসু, চিত্রক প্রামানিক, ঝিন্দন প্রধান, সৈকত খাঁড়া, সুমন্ত দাস, সুপ্রকাশ আদক, ইমন ধাড়া, রঘুনাথ মান্না, পলাশ প্রধান, পৌলভী মিশ্র প্রমুখ।