নিজস্ব প্রতিনিধি, দমদম: রাজ্যের শিক্ষামন্ত্রী তথা দমদম বিধানসভার বিধায়ক মাননীয় ব্রাত্য বসু এর নির্দেশে প্রতিবছরের ন্যায় এই বছরেও দক্ষিণ দমদম পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পৌর পিতা মৃন্ময় দাস এর উদ্যোগে শহীদ বিমল কর্মকারের স্মৃতির উদ্দেশ্যে আজ বৃহৎ রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। একটু রক্তদান শিবিরে রক্ত দাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়। দক্ষিণ দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, ১৪ নম্বর ওয়ার্ডের পৌর পিতা সুকান্ত (রাজু) সেন শর্মা, ১৬ নম্বর ওয়ার্ডের পৌর মাতা মুনমুন চ্যাটার্জী সহ দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌর মাতা ও কর্মীবৃন্দরা। উক্ত অনুষ্ঠানকে গিয়ে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।