35.7 C
Kolkata
Friday, June 13, 2025
বিশ্ব বাংলা নিউজজেলাফলহারিণী কালী পূজা ঘিরে শিকার প্রতিরোধে সক্রিয় " ফিউচার ফর নেচার ফাউন্ডেশন "

ফলহারিণী কালী পূজা ঘিরে শিকার প্রতিরোধে সক্রিয় ” ফিউচার ফর নেচার ফাউন্ডেশন “

‌ অভিজিৎ হাজরা,হাওড়া : আসন্ন ফলহারিণী কালী পূজার প্রাক্কালে প্রতি বছরের মতো এবারও হাওড়া জেলার জলাভূমি অঞ্চলগুলোতে শিকার প্রতিরোধে সক্রিয় হয়েছে ‘ ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ’। ঐতিহ্যগতভাবে এই সময়ে ভিন রাজ্য ও পার্শ্ববর্তী জেলা থেকে বহু শিকারি বল্লম, টাঙ্গি, তীর-ধনুক নিয়ে বন্যপ্রাণী শিকারে আসে। তবে ২০১২ সাল থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রচেষ্টায় বন বিভাগ ও আদালতের সহায়তায় এই অনৈতিক শিকার কার্যক্রম বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের রায় অনুযায়ী এখন যেকোনো ধরণের শিকার বেআইনি।
গত তিন বছর হাওড়া জেলায় একটিও শিকারের ঘটনা ঘটেনি, যা একটি বড় সাফল্য। সেই ধারাবাহিকতা বজায় রাখতে ‘ ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ’ এবছরও বন বিভাগের সহযোগিতায় হাওড়া জেলার বিভিন্ন ফেরিঘাট ও জলপথ সংলগ্ন এলাকায় সচেতনতামূলক প্রচার শুরু করেছে।
সংস্থার পক্ষ থেকে সংগীতা গিরি স্থানীয় ফরিঘাটগুলিতে মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে মানুষকে সচেতন করছেন। বনবিভাগের তরফে সাঁওতালি, বাংলা ও হিন্দি ভাষায় শিকার বিরোধী বার্তা লেখা ব্যানার লাগানো হয়েছে।
সংগঠনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ জানান, “ আমরা বহু বছর ধরে একটিও শিকার হতে দিইনি। শিকারীদের মনোবল এখন তলানিতে। এই বছরও আমরা ঐক্যবদ্ধভাবে শিকার রুখে দেব। আমাদের স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যেই প্রত্যেক গ্রামে কাজ শুরু করেছেন। কোথাও শিকারির সন্ধান পেলেই তাদের বন বিভাগ ও পুলিশের হাতে তুলে দেওয়া হবে। ”

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles