নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ পুলিশ জেলার বহরমপুর থানার অন্তর্গত কৃষ্ণমাটি এলাকায় রনি হালদার হত্যা মামলার তদন্ত পরিচালনা করেন সাব-ইনস্পেক্টর প্রবীর দাস, এবং মামলার প্রসিকিউশন পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর শ্রী অতীন উপাধ্যায়।এই নারকীয় ঘটনার সুবিচার যাতে মৃতের পরিবার পায়, সে বিষয়ে তদন্তকারী অফিসার তো বটেই, মুর্শিদাবাদ পুলিশ জেলার বিশেষ টিম তদন্তের প্রাথমিক পর্যায় থেকেই অত্যন্ত সক্রিয় ছিল। সমস্ত সাক্ষ্যপ্রমাণ সংহত করে জমা দেওয়া হয় নিশ্ছিদ্র চার্জশিট। তারপর শুরু হয় ‘ট্রায়াল মনিটরিং’, বা বিচারপ্রক্রিয়া বিষয়ে সমন্বয়। বিচার প্রক্রিয়া ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁদের অসামান্য নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার (SP)শ্রী কুমার সানি রাজ, আই পি এস আজ ইং ২২ মে ২০২৫ তারিখে, পাবলিক প্রসিকিউটর শ্রী অতীন উপাধ্যায় এবং তদন্তকারী অফিসার এসআই প্রবীর দাস-কে সম্মাননা স্মারক প্রদান করেন।