অভিজিৎ হাজরা, হাওড়া:-সকল উদ্ভিদ ও প্রাণীকুলের সুস্থ সুন্দর নির্মল সহাবস্থানের জন্য প্রকৃতি মায়ের কোলে প্রাকৃতিক নিয়মেই সৃষ্ট হয়েছে প্রাণী ,উদ্ভিদ জীব জগতের । এদের একটিও হারিয়ে গেলে ভেঙে পড়ে ” জীব বৈচিত্র্য শৃঙ্খল ” । উলুবেড়িয়ার বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাঠ্য সুচির নিয়মিত পাঠক্রমের পাঠদানের সমান্তরলে চলে পরিবেশ প্রকৃতি চর্চা – বৃক্ষ রোপণ,বন্যপ্রাণ সংরক্ষণ সচেতনতা প্রভৃতি।বিদ্যালয়ের নিউট্রিশন বাগান জুড়ে শিশুদের পুষ্টি সাধনের জন্য গড়ে উঠেছে আম,জাম ,জামরুল,কুল,কাঁঠাল,লেবু,পেয়ারা, মালবেরি,ব্ল্যাকবেরি,প্রভৃতি ।নিউট্রিশন বাগানের ফল যেমন শিশুদের পুষ্টি সাধন করে,সাথে বিভিন্ন বন্য প্রাণীর খাবারের যোগান দেয়। বন্য প্রাণ তাদের এই খাবারের খাবার সাথে সাথে পরিবেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় এই সমস্ত ফলের বীজ ।যা থেকে প্রাকৃতিক নিয়মেই হয়ে যায় বন সৃজন।এটা মানব জাতির কাছে একটা আশীর্বাদ ।তাই বন্য প্রাণ রক্ষা করা আমাদের একটা নৈতিক কর্তব্য।নাহলে একদিন এদের মতো আমরাও হারিয়ে যাবো।এইসব বন্য প্রাণী তাদের খাবার না পেলে এক সময় আমাদের প্রকৃতি পরিবেশ থেকে হারিয়ে যাবে।ভেঙে পড়বে জীব বৈচিত্র্য শৃঙ্খল ।ভারসাম্য হারাবে আমাদের বাস্তুতন্ত্র।শিশু মনে এই নৈতিক শিক্ষা বদ্ধমূল করতে ,শিশুরা তাদের বন্ধু গাছে বেঁধে দিল পশু পাখিদের আশ্রয়ের ভাঁড়,প্রচন্ড দাবদাহে পাখিদের হিট স্ট্রোকে শিশুদের বন্ধু গাছে আশ্রয় নেওয়া পাখিদের যাতে মৃত্যু না ঘটে ,তারা যাতে পান করার ও স্নানের জল পায় তার জন্য বাঁধলো জলের ভাঁড়,সেই ভাঁড়ে ঢাললো জল।ফলের বাগানের গাছের ফলে ওদের মতো পশু পাখিদেরও আছে সমান অধিকার,তাই শিশুরা ফলের গাছে বেঁধে দিলো – “এই ফল নয় শুধু তোমার আমার, এই ফল তোমার আমার পাখি,কাঠবিড়ালি সবার “।