মহম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া- মেজিয়া থানার অন্তর্গত মুকুন্দপুর গ্রামের বাসিন্দা বৈশাখী বাউরীকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেন তাঁর স্বামী আনন্দ বাউরী। এই মর্মান্তিক ঘটনা ঘটে বেলিয়াতোড় থানার অন্তর্গত রামকানালি এলাকায়।
পরিবারের লোকজন দ্রুত বৈশাখীকে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর বৈশাখীর পরিবারের তরফে বেলিয়াতোড় থানায় আনন্দ বাউরীর বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়। দীর্ঘ তদন্ত ও শুনানির পর অবশেষে ২২ মে ২০২৫, বাঁকুড়া আদালত আনন্দ বাউরীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও অনাদায়ে ১০,০০০ টাকা জরিমানা করেন।
এই রায় বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের বিশ্বাস আরও দৃঢ় করল বলে মনে করছে বৈশাখীর পরিবার।