নিজস্ব প্রতিনিধি, হাওড়া:আজ (২১.০৫.২৫) হাওড়া (গ্রামীণ) জেলা পুলিশের উদ্যোগে হাওড়ার আমায়া রিসোর্টে অত্যন্ত জমকালো পরিবেশে অনুষ্ঠিত হল চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান! ✨
বিকেল ৩টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই অনুষ্ঠান ছিল শিশুদের প্রতিভা, কল্পনাশক্তি ও পরিশ্রমকে সম্মান জানানোর এক অপূর্ব উপলক্ষ!
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ৩টি গ্রুপে:
🔹 গ্রুপ A: প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি
🔹 গ্রুপ B: ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি
🔹 গ্রুপ C: একাদশ শ্রেণি ও তার ঊর্ধ্বে
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ ২০ জন প্রতিযোগীকে বিচারকরা বেছে নেন এবং তাদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
এছাড়াও, হাওড়া (গ্রামীণ) জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় (WBBSE, CBSE, ICSE) শ্রেষ্ঠ ফলাফল করা ছাত্রছাত্রীদেরও বিশেষভাবে সম্মানিত করা হয়। উপস্থিত বিশেষ অতিথিগণ:
অরূপ রায়, মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার,সুপ্রতিম সরকার, IPS, এডিজি, দক্ষিণবঙ্গ, আকাশ মাঘারিয়া, IPS, ডিআইজি, প্রেসিডেন্সি রেঞ্জ, সুবিমল পাল, IPS, পুলিশ সুপার, হাওড়া (গ্রামীণ),অতিরিক্ত জেলাশাসক, হাওড়া স্থানীয় বিধায়কবৃন্দ, প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্টজনেরা। অতিথিরা তাদের বক্তব্যে শিশুদের মেধা, মনন ও কঠোর পরিশ্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।