নিজস্ব প্রতিনিধি, নিউ ব্যারাকপুর: নিউ বারাকপুরে ভারতীয় বীরসেনানীদের সম্মান ও শহিদ তর্পণে শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিরাট জাতীয়তাবাদী মিছিল। শনিবার বিকেলে স্থানীয় নেতাজী ভবন তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় সামনে থেকে মিছিল শুরু করে শেষ হয় পুরসভার ১৩ নং ওয়ার্ডের শহীদ স্মৃতিস্তম্ভে বেদিতে। হাতে জাতীয় পতাকা, বুকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধীর প্রতিচ্ছবি ছিল। মিছিলে ছিলেন চেয়ারম্যান প্রবীর সাহা, তৃণমূল কংগ্রেস সভাপতি সুখেন মজুমদার, ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি, ছাত্র, যুব মহিলা, শ্রমিক সহ কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধ ভাবে সামিল হয় এদিন মিছিলে।শ্লোগান উঠল ভারতীয় সেনা জওয়ান দের জন্য আমরা গর্বিত। তাদের শ্রদ্ধা ও সম্মান জানাই।