নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: পশ্চিমবঙ্গ সরকার স্বনির্ভর গোষ্ঠী স্বনিযুক্তি বিভাগ এবং প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে মুরগির_বাচ্চা বিতরণে উপস্থিত ছিলেন S.D.O, উপস্থিত ছিলেন ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, উপস্থিত ছিলেন B.D.O, জয়েন B.D.O, পঞ্চায়েত সমিতির সদস্য রনজিৎ ধর এবং বিভিন্ন আধিকারিক।