নিজস্ব প্রতিনিধি, রাজারহাট: আজ ৩২৫ তম দিন। প্রতিদিনের মতো আজও রাজারহাট নিউ টাউন এর বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি ও লালকুঠি পার্থ নগরী নেতাজি সংঘের উদ্যোগে ২৭ জন নিরন্ন ও অসহায় মানুষদেরকে তাপস চ্যাটার্জির দিদিমা স্বর্গীয় সবাসনা দেবীর নামে অন্নসত্রের মাধ্যমে দুপুরের খাবার খাওয়ানো হলো। আজ প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল তার বাড়ির তৈরি মিষ্টি ও দই তুলে দিলেন অন্নসত্রের মানুষদের জন্য। এছাড়া বাড়ির গাছের কুমড়ো তিনি তুলে দেন। উক্ত কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউন এর বিধায়ক তাপস চ্যাটার্জি, বিধাননগর পৌর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা আজিজুল হোসেন মন্ডল,সঞ্জীব দাস, হারু চক্রবর্তি, তাপস সাহা সহ অন্যান্যরা।