নিজস্ব প্রতিনিধি,নিউ ব্যারাকপুর: নববারাকপুর পুরসভার উদ্যোগে ৭ নং ওয়ার্ডের চড়ক মেলার মাঠের পাশে অনুষ্ঠিত হল দ্বিতীয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। ৭,৮ এবং ৯ নং ওয়ার্ডের প্রায় ৩৫০ নাগরিকরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেন। ছিল চোখ, দাঁত পরীক্ষা সহ বিভিন্ন রকমের রক্ত পরীক্ষা, ব্লাড প্রেসার, সুগার ইসিজি সহ বিনামূল্যে চশমা ও ওষুধ প্রদান। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, বড়ো বাবু দেব প্রসাদ রাহা, পুর প্রতিনিধি নির্মিকা বাগচী, জয়গোপাল ভট্টাচার্য, শোভা রায়, সুমন দে, মনোজ সরকার, বেবী চক্রবর্তী, নীতা দে, সহ NUHM র বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্যাথলজি টেকনিসিয়ান সহ চিকিৎসক গন। স্বাস্থ্য শিবিরে ঘিরে চাদের হাট বসেছিল বিভিন্ন টেবিলে।