নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: আজ, বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে জেলার সমস্ত ট্রাফিক পুলিশ কর্মীদের ট্র্যাফিক ডিউটি সহায়তা কিট প্রদান করা হলো। জেলা জুড়ে ট্র্যাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালনকারী ১,১৩০ জন অফিসার, পুলিশ কর্মী এবং নাগরিক স্বেচ্ছাসেবকদের এই কিটগুলি দেওয়া হয়েছে। বাঁকুড়া, বিষ্ণুপুর এবং খাতড়া মহকুমার বিভিন্ন স্থানে ORS প্যাকেট, গ্লুকোজ, মাস্ক, ব্যাগ, সানগ্লাস এবং ছাতা সহ এই কিটগুলি বিতরণ করা হয়েছে। এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য হল গ্রীষ্মের তীব্র তাপ এবং ধুলোর মধ্যে কর্মরত ট্র্যাফিক কর্মীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা এবং এটি জেলা পুলিশের তরফ থেকে জননিরাপত্তায় নিয়োজিত সকল ট্রাফিক পুলিশ কর্মী এবং তাদের অক্লান্ত পরিশ্রমকে স্বীকৃতি দেয়। বাঁকুড়ার পুলিশ সুপার, শ্রী বৈভব তিওয়ারি, আইপিএস মহাশয় আজ বাঁকুড়ায় এই ট্র্যাফিক কিটগুলি বিতরণ করেন।