29.2 C
Kolkata
Friday, June 20, 2025
বিশ্ব বাংলা নিউজকলকাতাশিয়ালদহ আদালতে নুতন ফৌজদারি বিধি নিয়ে সেমিনারে তিন বিচারপতি

শিয়ালদহ আদালতে নুতন ফৌজদারি বিধি নিয়ে সেমিনারে তিন বিচারপতি

জসীমউদ্দীন মোল্লা,কোলকাতা:শনিবার বিকেলে ‘সাবাম’ নামে এক রাজ্যস্তরের আইনজীবী সংগঠনের তরফে শিয়ালদহ আদালতে নুতন ফৌজদারি আইন নিয়ে সেমিনারর আয়োজন করা হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিংহ রায়, বিচারপতি অজয় কুমার মুখার্জি, বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায় বিএনএস,বিএনএসএস, বিএসএ আইন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন শতাধিক আইনজীবী এবং সংশ্লিষ্ট আদালতের জুডিশিয়াল অফিসারদের সামনে।এই আইনজীবী সংগঠনের রাজ্য সভাপতি সঞ্জয় কুমার দাস জানান – ” নুতন ফৌজদারি আইন নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে আমাদের এই ধরনের সেমিনারের আয়োজন করা হয় । ” এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখার্জি শিয়ালদহ আদালতে আবেগপ্রবণ হয়ে যান বক্তব্য পেশে।তিনি জানান -‘ এই আদালতে সিভিল জাজ (সিনিয়র ডিভিশন) ও এসিজেম হিসাবে ৩ বছর কাটিয়েছি।এদিন উদ্যোক্তা আইনজীবী সংগঠনের রাজ্য সভাপতি সঞ্জয় কুমার দাসের ‘গোয়েন্দা অনির্বাণের চিঠি ও লকেট চুরি রহস্য ‘ বই উদ্বোধন করা হয়।জানা গেছে, ২০১৯ সালে হাওড়ায় জেলা আদালতে মোটরসাইকেল পার্কিং করা নিয়ে অশান্তিকর ঘটনা ঘটেছিল । অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে সুবিচারের দাবিতে এই আইনজীবী সংগঠনের পথ চলা শুরু হয়।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles