খাদিমুল ইসলাম,বানারহাট: নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেল পরিবার, উঠছে নানা প্রশ্ন।
প্রসঙ্গত জানা গেছে, গত বৃহস্পতিবার পেটের তাগিদে বাড়ি থেকে বেরিয়ে বানারহাটের দেবপাড়া চা বাগানে সুপারি কিনতে যান চানাডিপার বাসিন্দা মোস্তফা হোসেন। এরপর দুপুর ১২টা থেকে তিনি নিখোঁজ হয়ে যান দেবপাড়া বাগান এলাকায়।
তার সঙ্গে থাকা সঙ্গীরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এরপর তারা বিষয়টি মোস্তফা হোসেনের পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে পরিবারে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ও আত্মীয়-স্বজনরা।
পরবর্তীতে আত্মীয়-স্বজন, স্থানীয় বাসিন্দা এবং বানারহাট থানার পুলিশের সহায়তায় রাতভর দেবপাড়া শ্রমিক মহল্লা জুড়ে তল্লাশি চালানো হয়। কিন্তু কোনো সন্ধান না মেলায় হতাশ হয়ে সবাই বাড়ি ফিরে যান।
তবে শুক্রবার সকাল নাগাদ হঠাৎই খবর আসে— নিখোঁজ মোস্তফা হোসেন তোতাপাড়া জনবসতি এলাকার একটি দোকানের পেছনে আশ্রয় নিয়েছেন। তাকে আতঙ্কগ্রস্ত অবস্থায় দেখা যায়।
এই ঘটনায় স্থানীয় মহলে নানা প্রশ্ন উঠছে। কী কারণে তিনি নিখোঁজ হলেন, কোথায় ছিলেন এতক্ষণ— এসব বিষয়ে সন্দেহ দানা বাঁধছে। তবে নিখোঁজ থাকার সময়ের ঘটনা নিয়ে মোস্তফার পরিবারের সদস্যরা কী বলছেন, তা জানতে শোনা যাক তাদের মুখেই।