31.9 C
Kolkata
Friday, June 13, 2025
বিশ্ব বাংলা নিউজজেলাতরুণোদয় উৎসব ও মিলন মেলা " সংস্কৃতিতে বাঙালিয়ানা ‌ ‌

তরুণোদয় উৎসব ও মিলন মেলা ” সংস্কৃতিতে বাঙালিয়ানা ‌ ‌

strong>অভিজিৎ হাজরা,হাওড়া:-তরুণোদয় ফাউন্ডেশনের আয়োজনে উদয়নারায়নপুর এ অনুষ্ঠিত হয়ে গেলো দুই দিন ব্যাপী ” তরুণোদয় উৎসব ও মিলন মেলা ২০২৫ “। এইবছর এই মেলা তৃতীয় বর্ষে পদার্পণ করলো ‌ এ বছরের মেলার মূল ভাবনা ছিল ” সংস্কৃতিতে বাঙালিয়ানা ” ‌ মূলত বর্তমান সমাজে ভুলতে বসা বাঙালি সংস্কৃতি কে নতুন করে সকলকে মনে করিয়ে দেওয়ার জন্যই এই ভাবনা । তরুণোদয় উৎসব ও মিলন মেলা – আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি ও সাহিত্যিক দিলীপ বসু।২ দিন ব্যাপী অনুষ্ঠানে ছিল বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান‌। ছিল সারা বাংলা -নৃত্য, আবৃত্তি , যোগব্যায়াম এবং অঙ্কন প্রতিযোগিতা। গোটা দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলা থেকে ৭০০ এরও বেশি প্রতিযোগী অংশগ্রহন করে এই অনুষ্ঠানগুলোতে । উল্লেখযোগ্য এছাড়াও ওড়িশা থেকেও প্রতিযোগীরা এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ‌। এখানেই ” তরুণোদয় ফাউন্ডেশন ” এর সমাজসেবা মূলক কাজ,সুস্থ সংস্কৃতির পুনর্জাগরণ, উদ্যেশ্য – লক্ষ্যের সাফল্য।তরুণোদয় ফাউন্ডেশনের মূল প্রয়াস নতুন প্রতিভার উন্মেষ ঘটানো তা অনেকটাই সফলতা পায় এর মাধ্যমে‌। সারা রাজ্যের মধ্যে এই প্রথম ” তরুণোদয় ফাউন্ডেশন ” পুরষ্কারে বৈচিত্র্য আনে।এবারই প্রথম বারের জন্য প্রত্যেক প্রতিযোগিতায় প্রত্যেক বিভাগে প্রথম ৩৫ জনকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় ও প্রথম তিনজনের হাতে ট্রফির সাথে রুপোর স্মারক তুলে দেওয়া হয় ।এছাড়াও উদয়নারায়নপুর এর মধ্যে বৃহত্তম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় । পরিবেশ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক এবং বটবাবা শ্রী শ্যামল জানা । এছাড়া তরুণোদয় ফাউন্ডেশনের নতুন কর্মসূচি ঘোষণা হয় এইদিনের মঞ্চ থেকে সেখানে উপস্থিত ছিলেন RMPA হাওড়া জেলার সম্পাদক বিপ্লব মল্লিক এবং সহ সম্পাদক মাননীয় অতিন্দ্র ভক্ত‌। এই কর্মসূচিতে তরুণোদয় এবং RMPA সারা উদয়নারায়নপুর ব্লক জুড়ে বিভিন্ন গ্রামে সাধারণ মানুষ বিশেষ করে চাষিদের সর্প সচেতনতার পাঠ দেবে । এছাড়া প্রত্যেক বছরের মতো এবারও “তরুণোদয় কর্মবীর” সম্মাননা প্রদান করা হয় তাদের যারা বিভিন্ন সময় নিঃস্বার্থ ভাবে সমাজের জন্য কিছু করেছে তাদের । তরুণোদয় কর্মবীর সম্মাননা প্রদান করা হয় বন্যা পরিস্থিতিতে নদী সাঁতরে ডুবন্ত মানুষকে উদ্ধারকারী রাকেশ সামন্ত ও সৌমেন মালিক, যোগব্যায়ামে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পদক প্রাপক বর্ষা বেরা, সার্বিকভাবে মানুষের পাশে থাকার জন্য রাজবলহাট কালচারাল সার্কেল, ছোট নদী বাঁচাতে বীরভূম থেকে কোলকাতা পর্যন্ত সাইকেল রালির সংগঠক তাপস দাস,বিশিষ্ট কবি, সাহিত্যিক ও মৃৎশিল্পি সত্যব্রত মন্ডল, দূষণ মুক্ত যানবাহনের প্রচারে সাইকেল যাত্রী দাশু দা কে ।সংস্কৃতিক অনুষ্ঠান ছিল বিভিন্ন নৃত্য গোষ্ঠীর নাচ, শ্রুতিনাটক, যোগা প্রদর্শনী সহ আর ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয় এবং শেষে সমাপ্তি অনুষ্টানে হৃদস্পন্দন বাংলা ব্যান্ড ।দু ‘ দিন ব্যাপী তরুণোদয় উৎসব ও মিলন মেলা – য় বিভিন্ন দিনে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া ও তরুণোদয় ফাউন্ডেশন এর মূল কর্ণধার, প্রতিষ্ঠাতা ও সভাপতি তুষার পাঠক, সম্পাদক রণজিৎ দেঁড়ে, অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা ও কোষাধ্যক্ষ অভীক হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles