28 C
Kolkata
Sunday, May 4, 2025
বিশ্ব বাংলা নিউজকলকাতা'কলম সৈনিক' সম্মান পেলেন সাংবাদিক মোল্লা জসিমউদ্দিন

‘কলম সৈনিক’ সম্মান পেলেন সাংবাদিক মোল্লা জসিমউদ্দিন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে ‘কড়া খবর’ সংবাদমাধ্যম শিয়ালদহ কৃষ্ণপদ মেমোরিয়াল হলঘরে এক আলোচনাচক্র এবং ‘কলম সৈনিক’ সম্মান প্রদান আয়োজন করেছিল। শুক্রবার বিকেলে এই সভাগৃহে অন্যদের সাথে সম্মানিত হন বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ‘পুবের কলম’ এর হাইকোর্ট সংবাদদাতা মোল্লা জসিমউদ্দিন মহাশয়।আয়োজক সংস্থা অর্থাৎ ‘কড়া খবর’ এর সম্পাদক কৃষ্ণপ্রসাদ পাত্র বলেন -” যারা নির্ভীকভাবে সাংবাদিকতা করছেন, তাদের কে আমরা সম্মান জানাতে পেরে খুশি “। সংবর্ধনা প্রাপক সাংবাদিক মোল্লা জসিমউদ্দিন টানা ২৪ বছর সাংবাদিকতা করছেন । ১৯ বছর জেলা সাংবাদিকতায় এবং ৫ বছর মহানগরীয় সাংবাদিকতা জগতে রয়েছেন জসিম। একাধারে সংবাদ প্রতিদিন, তারা নিউজ, ইটিভি নিউজ, দৈনিক স্টেটসম্যান, আকবর ই মশরিক প্রভৃতি বৃহৎ সংবাদ মাধ্যমে যেমন কাজ করেছেন, ঠিক তেমনি প্রিয় চিত্রসাথী, কৃষি সমবায় পত্রিকা, নুতনহাট বার্তা, এবং পৌষালি, নব কাটোয়া বার্তা, সাপ্তাহিক নুতন গতি, সকলের জন্য, গলসি বার্তা, কামদূঘা, বেঙ্গল ভিউ, দৈনিক মুক্তবাংলা প্রভৃতি ক্ষুদ্র – মাঝারি সংবাদ মাধ্যমে কাজ করেছেন জসিম। এই সভায় উপস্থিত ছিলেন কলকাতা প্রেসক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক, ডানকুনি প্রেসক্লাবের সভাপতি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, শিক্ষাবিদ মলয় কুমার পাল প্রমুখ।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles