31.9 C
Kolkata
Friday, June 13, 2025
বিশ্ব বাংলা নিউজকলকাতাবাংলার ভ্যালেন্টাইন ২০২৫

বাংলার ভ্যালেন্টাইন ২০২৫

ঋদ্ধি ভট্টাচার্য, কোলকাতা:- অদ্বিতীয় দত্ত বণিক-এর ও সুইজিৎ প্রোডাকশনের আয়োজনে কাকুরগাছির পিংপঙ ক্যাফে তে হয় গেলো বাংলার ভ্যালেন্টাইন খোঁজার প্রথম গ্রূমিং। সুইজিৎ প্রোডাকশনের কর্ণধার স্বাতী কোলে বলেন তাদের প্রোডাকশন হাউস এই অনুষ্ঠান আয়োজন করে খুব ভালো লাগছে এবং অনেকের বহুদিনের দেখা স্বপ্ন গুলিকে পূর্ণ করার যে আনন্দ তার মজাই আলাদা । এছাড়াও এইদিন আনুষ্ঠানিক ভাবে কার্টেন রাইসার ও ফাইনাল এর মুকুট উন্মোচন হয় গেলো। ফ্যাশন জগতে অদৃতীয়া মূলত গ্রুমিংয়ের কোচ এবং মোটিভেশনাল স্পিকার হিসেবেই খ্যাত। তিনি অ্যাসোসিয়েশন ফর গ্লোবাল ওমেন এম্পাওয়ারমেন্ট এর কর্ণধার যেটি মূলত কর্মরত মহিলাদের স্বপ্নের ওপর কাজকর্ম করে এবং মহিলাদের পাশে সব সময় থাকে। এই গ্রুমিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের ভাইস ক্যান্সেলর প্রফেসর বিশ্বজয় চট্টোপাধ্যায়, সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল শ্রীমতি শতাব্দি ভট্টাচার্য ,সাংহাই রেস্টুরেন্টের মালকিন ডক্টর রুচিকা ডেবরাজ দে , ডেন্টিস্ট ডক্টর অনিতা ঘোষ ও অভিনেত্রী ভিনিতা চট্টোপাধ্যায় সহ আরো অনেকে।
প্রথম গ্রূমিং-এ অনেকজনই অংশগ্রহণ করেন যাদের মধ্যে মূলত দেখা যায় সবাই কিছু না কিছু ভাবে ছোটখাটো কোন ব্যবসা বা কাজের সাথে যুক্ত। তাদের বহুদিনের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যেই তারা এসেছে এমন একটি অভিনব জায়গায়। এখানে যেমন স্কুল টিচার, কলেজের প্রফেসর ছিল ঠিক তেমনি বাড়ির গৃহবধূ রাও অংশগ্রহণ করেন। সবাই মধ্যে মূলত মধ্যমণি হয়ে ওঠে মা মেয়ের একটি জুটি। মৌমিতা মন্ডল এবং তার কন্যা রোমিতা মন্ডল মূলত বাড়িতে না জানিয়েই সুদূর চন্দননগর থেকে এখানে চলে আসে শ্রীমতি মৌমিতা মন্ডল তার ছোটবেলায় স্বপ্নকে পূরণ করবার জন্য এবং অদ্বিতীয়া দত্ত বণিকের সঙ্গে দেখা করার জন্য। এছাড়াও মাকে সঙ্গ দেয় তার মেয়ে যে জয়পুরের ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে প্রথম বর্ষের ছাত্রী। তাদের থেকে এটাও জানা যায় যে এই অনুষ্ঠানে গ্র্যান্ড ফাইনাল ১৫-ঐ ফেব্রুয়ারি হবার পরেই তারা আবার জয়পুরে ফেরত যাবে। নিজের স্বপ্ন পুরান করবার জন্য মানুষ কত দূর যেতে পারে এটি তারই এক নিদর্শন মাত্র। এছাড়াও আমন্ত্রিত অতিথিরা তাদের নিজেদের মত বহু ধরনের গল্প বলে এবং বাস্তব জীবনের অনেক ঘটনা বলে অংশগ্রহণকারীদের উজ্জীবিত করেন ও রাম্পে কি করে হাঁটতে হয় তা শেখায় এই অনুষ্ঠানে মাধ্যমে। এরপরেও আরো অনেকগুলি এমন অনুষ্ঠান হবে বলে ধাজ্য হয়েছে এবং আপামর বাঙালি এখন একটাই নজর বাংলা ভ্যালেন্টাইনস এর পর আগামী ১৫ই ফেব্রুয়ারি কে মিস ভ্যালেন্টাইন এর শিরোপা পান।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles