খাদিমুল ইসলাম, বানারহাট :- অবশেষে শ্রমিকদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে, আগামী ১৭ই নভেম্বর থেকে পুনরায় খুলছে ডুয়ার্সের তিন বন্ধ চা-বাগান। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের ধরণীপুর এবং বানারহাট ব্লকের রেডব্যাংক ও সুরেন্দ্রনগর চা বাগান খোলা নিয়ে শিলিগুড়ির অ্যাডিশনাল লেবার কমিশনারের অফিসে শ্রমিক সংগঠন ও বাগান কর্তৃপক্ষের দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বর্তমানে একই পরিচালকের অধীনে একটি বেসরকারি কোম্পানির হাতে এই তিনটি চা বাগান পরিচালিত হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২২ সালের আগস্ট মাসে এই তিনটি চা বাগান খুলেছিল। কম উৎপাদনশীলতার জন্য চা বাগান গুলিকে আবার দাঁড় করাতে বিপুল পরিমাণ বিনিয়োগের প্রয়োজন ছিল। নতুন মালিকেরা চা গাছ রোপণ সহ বাগানের পরিচর্যা ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ তা শুরু করলেও, জমির লিজ বদল না হওয়ায় তারা ব্যাঙ্ক থেকে ঋণ পাচ্ছিলেন না। আর্থিক সংকটের মুখে পড়ে সুশীল কুমার পাল রেডব্যাঙ্ক ও সুরেন্দ্রনগর বাগান দুটি আর চালাতে না পেরে বামনডাঙ্গা-সামসিং বাগানের মালিক ঋত্বিক ভট্টাচার্যকে সেটির দায়িত্ব দেন। ধরণীপুর চা বাগানের দায়িত্বও তার হাতে আসে। তবে লোকসানের বহর বাড়ায় এবং বোনাস নিয়ে জটিলয়ায় এই বছরের ১২ই সেপ্টেম্বর ঋত্বিক ভট্টাচার্য রেডব্যাঙ্ক ও সুরেন্দ্রনগর চা বাগান ছেড়ে চলে যায়। বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে ২৫শে সেপ্টেম্বর ধরনীপুর চা বাগানটিও বন্ধ হয়ে যায়। তবে শেষ পর্যন্ত এই তিনটি চা বাগানই আগামী ১৭ তারিখ আবার ঋত্বিক ভট্টাচার্যের হাত ধরেই খুলতে চলেছে।


