দীর্ঘ কয়েক বছরের টালবাহানার পর নোনাই সেতুর অনুমোদন

খাদিমুল ইসলাম, বানারহাট :- অবশেষে দীর্ঘ কয়েক বছরের টালবাহানার পর বহুদিন ধরে বন্ধ হয়ে থাকা নোনাই সেতু নতুন ভাবে তৈরি করার কাজের অনুমোদন দিল রাজ্য সরকার। পূর্ত দপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। ২০১৮ সালে বানারহাট ব্লকের গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়কে মোরাঘাট জঙ্গল লাগোয়া নোনাই নদীর ওপরে থাকা সেতুটিকে বাতিল ঘোষণা করে তার ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে পূর্ত দপ্তর। কয়েক মাস পরে সেতুরপাশ দিয়ে একটি অস্থায়ী লোহার সেতু তৈরি করলেও সেই সেতু দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়। ফলে জরুরী কালীন পরিষেবা সহ ব্যবসায়িক কাজে ভারী গাড়িতে করে মাল পরিবহন বন্ধ হয়ে যায়। এর ফলে সমস্যায় পড়েন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারন যাত্রী রাও। ওই রুটে বন্ধ হয়ে যায় বাস পরিষেবা ও। রুটের সমস্ত বাস বিক্রি করে করে দিতে বাধ্য হন বাস মালিকরাও। এভাবেই প্রায় সাত বছর সেতুটি বেহাল অবস্থায় পড়ে থাকে। সেতু পুনঃনির্মাণের জন্য আন্দোলন হলেও এই সেতুটির কাজ হে অনুমোদন হচ্ছিল না। অবশেষে এই পুনঃনির্মাণের অনুমোদন দিল রাজ্য সরকার। গয়েরকাটা পূর্ত দপ্তরের আধিকারিক সৌভিক সাহা জানান, ” নুনাই সেতু কোন নির্মাণের জন্য রাজ্য সরকারের তরফ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি আমরা বিষয়টা জানতে পেরেছি। আগামীতে এই কাজের টেন্ডার হবে। ” মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চের অন্যতম সদস্য উজ্জ্বল দাম জানান, ” দীর্ঘদিন ধরে আমরা এই সেতুটি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলাম। অবশেষে আজ এই খুশির খবর জানতে পারি দ্রুত সেতুটির কাজ শুরু হোক এটাই আমাদের দাবি।”

ছবি- দীর্ঘ টালবাহানের পর শুরু হতে চলেছে নোনাই সেতুর কাজ। অপেক্ষায় সাধারণ মানুষ।

দীর্ঘ কয়েক বছরের টালবাহানার পর নোনাই সেতুর অনুমোদন

খাদিমুল ইসলাম, বানারহাট :- অবশেষে দীর্ঘ কয়েক বছরের টালবাহানার পর বহুদিন ধরে বন্ধ হয়ে থাকা নোনাই সেতু নতুন ভাবে তৈরি করার কাজের অনুমোদন দিল রাজ্য সরকার। পূর্ত দপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। ২০১৮ সালে বানারহাট ব্লকের গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়কে মোরাঘাট জঙ্গল লাগোয়া নোনাই নদীর ওপরে থাকা সেতুটিকে বাতিল ঘোষণা করে তার ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে পূর্ত দপ্তর। কয়েক মাস পরে সেতুরপাশ দিয়ে একটি অস্থায়ী লোহার সেতু তৈরি করলেও সেই সেতু দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়। ফলে জরুরী কালীন পরিষেবা সহ ব্যবসায়িক কাজে ভারী গাড়িতে করে মাল পরিবহন বন্ধ হয়ে যায়। এর ফলে সমস্যায় পড়েন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারন যাত্রী রাও। ওই রুটে বন্ধ হয়ে যায় বাস পরিষেবা ও। রুটের সমস্ত বাস বিক্রি করে করে দিতে বাধ্য হন বাস মালিকরাও। এভাবেই প্রায় সাত বছর সেতুটি বেহাল অবস্থায় পড়ে থাকে। সেতু পুনঃনির্মাণের জন্য আন্দোলন হলেও এই সেতুটির কাজ হে অনুমোদন হচ্ছিল না। অবশেষে এই পুনঃনির্মাণের অনুমোদন দিল রাজ্য সরকার। গয়েরকাটা পূর্ত দপ্তরের আধিকারিক সৌভিক সাহা জানান, ” নুনাই সেতু কোন নির্মাণের জন্য রাজ্য সরকারের তরফ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি আমরা বিষয়টা জানতে পেরেছি। আগামীতে এই কাজের টেন্ডার হবে। ” মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চের অন্যতম সদস্য উজ্জ্বল দাম জানান, ” দীর্ঘদিন ধরে আমরা এই সেতুটি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলাম। অবশেষে আজ এই খুশির খবর জানতে পারি দ্রুত সেতুটির কাজ শুরু হোক এটাই আমাদের দাবি।”

ছবি- দীর্ঘ টালবাহানের পর শুরু হতে চলেছে নোনাই সেতুর কাজ। অপেক্ষায় সাধারণ মানুষ।