মহম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া: এস.আই.আর আবহে নতুন বিতর্ক বাঁকুড়ায়। শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কার্তিক দে, দিব্যি হেঁটে-চলে বেড়াচ্ছেন। কাজ করছেন- অথচ ভোটার লিষ্টে তাঁর নামের পাশে লেখা ‘ডিলিটেড’। অর্থাৎ তিনি মৃত। আর চোখের সামনে ওই তথ্য দেখে হতবাক্ স্বয়ং কার্তিক দে। আগামী বিধানসভা নির্বাচনে ভোটদান থেকে বঞ্চিত থাকার পাশাপাশি সরকারি নানান সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন তিনি। আর এই ঘটনায় একদিকে যেমন ‘বৃহত্তর’ আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছে তৃণমূল, অন্যদিকে এই ঘটনাকে ‘অতি সাধারণ’ বলে দাবি করেছে বিজেপি।
সংশ্লিষ্ট ভোটার কার্তিক দে বলেন, দায়িত্বপ্রাপ্ত বি.এল.ও আমার বাড়ির প্রত্যেকের এনুমারেশন ফর্ম পৌঁছে দিলেও আমার নেই। তাঁদের সঙ্গে কথা বলে জানতে পারি ভোটার লিষ্টে আমার নামের পাশে 'ডিলিটেড' লেখা আছে। এই ঘটনার পর তিনি যথেষ্ট আতঙ্কিত বলে জানান।বাঁকুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দে-র দাবি, এস.আই.আর নিয়ে তাদের দলের আগাম আশঙ্কাই সত্যি হলো। প্রকৃত ভোটারকে এভাবে বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে। কার্তিক দে নামে ওই ব্যক্তি ২০২৪ সালেও ভোট দিয়েছেন। এই ঘটনার বিরুদ্ধে তারা দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও তিনি জানান।
অন্যদিকে এই বিষয়টি 'অতি সাধারণ' ঘটনা বলে দাবি বিজেপির। দলের বাঁকুড়া জেলা সম্পাদক দেবাশীষ লায়েক বলেন, কোন ভুল হয়েছে, নাম তোলার যেমন ব্যবস্থা রয়েছে, তেমনই আইনী সহায়তাও দেবে নির্বাচন কমিশন। যা হয়েছে তা 'অতি সাধারণ ঘটনা'। এমনকি এই ঘটনাকে সামনে রেখে তৃণমূল বিভ্রান্তি ছড়াতে চাইছে বলেও তিনি দাবি করেন।

