পারিজাত মোল্লা, কলকাতা: শনিবার দুপুরে কলকাতার রাণী রাসমণি রোডে অনুষ্ঠিত হলো ‘বঙ্গ প্রাদেশিক ব্যাংকস্ কন্ট্রাক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (BPBCEA) এর ৪র্থ সম্মেলন। এই সংগঠনটি পশ্চিমবঙ্গের বিভিন্ন পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজার্ভব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও কো-অপারেটিভ ব্যাংক-এ কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন সংগঠন।সংগঠনটি বঙ্গ প্রাদেশিক ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (BPBEA) এর সঙ্গে সংযুক্ত, যা অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA) এর রাজ্য শাখা হিসেবে সর্বপরিচিত ১৯৪৬ সাল থেকেই।সম্মেলনের উদ্বোধন করেন ‘কমরেড কমল ভট্টাচার্য BPBEA-র চেয়ারম্যান। কমরেড রাজেন নাগর AIBEA-র সভাপতি এবং অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন সকলেই কেন্দ্রীয় সরকারের নিম্ন উল্লিখিত নীতি, পদক্ষেপ, এবং সিধান্তর কঠোর সমালোচনা করেন সম্মিলিত শ্রমিক কর্মচরী, কৃষিজীবী, এবং আপামর জনসাধারণ মিলিত আন্দোলন এবং সচেতনতা পারবে সরকার কে তার দেশ এবং জনগণের স্বার্থ বিরোধী কাজ থেকে বিরত রাখতে। সকলের যোগদান এবং যুক্তি পূর্ণ বক্তব্য যা আজকের সম্মেলনকে আরও সফল করে তোলে।BPBCEA-র পক্ষ থেকে সাধারণ সম্পাদক ও BPBEA-র যুগ্ম সম্পাদক সৈয়দ মোহা: শাহাবুদ্দিন তাঁদের বক্তব্যে বলেন, আমাদের প্রিয় দেশ আজ এক গুরুত্বপূর্ণ ও জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে সরকারের বেশিরভাগ সিদ্ধান্তই দেশের ও শ্রমজীবী, কৃষিজীবী, চুকুরী জীবি, দৈনন্দিন খেটে খাওয়া মানুষ এবং বেকার শিক্ষিত যুবক ও যুবতীদের স্বার্থবিরোধী।


