মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: বাঁকুড়া শহর লাগোয়া বিকনা গ্রামের একটি পুকুরে আজ সকালে মাছ ধরার কাজ করছিলেন মাছ চাষিরা। সে সময় আচমকাই মাছ চাষিদের জালে উঠে আসে প্রাচীন একটি ধাতব দূর্গা মূর্তি। জগদ্ধাত্রী পুজোর দিনে এভাবে দূর্গা মূর্তি উদ্ধার হওয়ায় অত্যন্ত শ্রদ্ধা ভরে তা নিয়ে এসে নিজেদের পারিবারিক দূর্গা মন্দিরে রেখে পুজোর আয়োজন করছিলেন বাঁকুড়া শহরের দোলতলা এলাকার পেশায় মাছচাষি সন্দীপ কর্মকার। খবর জানাজানি হতেই বিকনা গ্রামে ওই পুকুরের মালিকপক্ষ হাজির হন বাঁকুড়া শহরের দোলতলায় সন্দীপ কর্মকারের বাড়িতে। মূর্তিটি তাঁদের সম্পত্তি বলে দাবি করতে থাকেন তাঁরা। মূর্তি কার তা নিয়ে মাছ চাষির সঙ্গে তুমুল বচসা বাধে পুকুরের মালিক পক্ষের। দুপক্ষের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কিও। শেষ পর্যন্ত পুকুর মালিক পক্ষ ওই মূর্তি নিয়ে বিকনা গ্রামে নিয়ে যান। মাছ চাষির দাবি যেহেতু তাঁর জালে ওই মূর্তি উঠে এসেছে তাই সেটির অধিকার তাঁরই। জোর করে পুকুর মালিকপক্ষ তা নিয়ে গেছে। অন্যদিকে পুকুরের মালিকপক্ষ দাবি করেন ওই পুকুর থেকে আগেও মূর্তি উদ্ধার হয়েছে। সেটি তাঁদের কাছেই রয়েছে। পুকুরটি যেহেতু তাঁদের মালিকানাধীন তাই ওই পুকুর থেকে প্রাপ্ত দেবীমুর্তিতে তাঁদেরই একমাত্র অধিকার।


