বাঁকুড়ায় খুলে গেল সব থেকে বড়ো সুপার মার্কেট মোর

মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া- বাঁকুড়ায় খুলে গেল সব থেকে বড়ো সুপার মার্কেট মোর। আজ উদ্বোধনের সাথে,সাথে উপচে পড়ল ক্রেতাদের ভীড়। বাঁকুড়া শহরের মাচানতলার কাছে,বড়োকালীতলা রোডে এই সুপার মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁকুড়া পুরসভার ১২ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার তাপস,বন্দ্যোপাধ্যায়, এছাড়া উপস্থিত ছিলেন বাঁকুড়া পুরসভার ৯ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার ভ্রমর চৌধুরী। বাঁকুড়ায় মোরের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন কোম্পানির একঝাঁক আধিকারিক। উপস্থিত ছিলেন মোর সুপার মার্কেটের সার্কেল ডাইরেক্টর ময়ূর সাক্সেনা , জোনাল অপারেশন হেড অমিত হীরাওয়াত এবং মার্কেটিং হেড পুষ্পেন্দু পাল প্রমুখ। আজ গ্র‍্যান্ড ওপেনিং উপলক্ষ্যে রয়েছে অফারের ছড়াছড়ি,ফ্রি গিফট,ক্যাশব্যাক,বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সহ নানান ওফার। এই সুপার স্টোর প্রতিদিন খোলা থাকছে ভোর সাড়ে ছটা থেকে রাত্রি সাড়েচ১০ টা পর্যন্ত৷ একই ছাদের তলায় মিলছে গ্রোসারী,ডেয়ারি,ডেলি নিডসের সব আইটেম,পার্সোনাল কেয়ার ও কসমেটিক,ফ্রেশ ভেজিটেবল ও ফ্রেস ফুড সহ হরেক আইটেম।রয়েছে হোম ডেলিভারির সুবিধাও। হোম ডেলিভারির জন্য আপনাকে কল করে নিতে হবে 9547915754 নাম্বারে।

বাঁকুড়ায় খুলে গেল সব থেকে বড়ো সুপার মার্কেট মোর

মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া- বাঁকুড়ায় খুলে গেল সব থেকে বড়ো সুপার মার্কেট মোর। আজ উদ্বোধনের সাথে,সাথে উপচে পড়ল ক্রেতাদের ভীড়। বাঁকুড়া শহরের মাচানতলার কাছে,বড়োকালীতলা রোডে এই সুপার মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁকুড়া পুরসভার ১২ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার তাপস,বন্দ্যোপাধ্যায়, এছাড়া উপস্থিত ছিলেন বাঁকুড়া পুরসভার ৯ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার ভ্রমর চৌধুরী। বাঁকুড়ায় মোরের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন কোম্পানির একঝাঁক আধিকারিক। উপস্থিত ছিলেন মোর সুপার মার্কেটের সার্কেল ডাইরেক্টর ময়ূর সাক্সেনা , জোনাল অপারেশন হেড অমিত হীরাওয়াত এবং মার্কেটিং হেড পুষ্পেন্দু পাল প্রমুখ। আজ গ্র‍্যান্ড ওপেনিং উপলক্ষ্যে রয়েছে অফারের ছড়াছড়ি,ফ্রি গিফট,ক্যাশব্যাক,বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সহ নানান ওফার। এই সুপার স্টোর প্রতিদিন খোলা থাকছে ভোর সাড়ে ছটা থেকে রাত্রি সাড়েচ১০ টা পর্যন্ত৷ একই ছাদের তলায় মিলছে গ্রোসারী,ডেয়ারি,ডেলি নিডসের সব আইটেম,পার্সোনাল কেয়ার ও কসমেটিক,ফ্রেশ ভেজিটেবল ও ফ্রেস ফুড সহ হরেক আইটেম।রয়েছে হোম ডেলিভারির সুবিধাও। হোম ডেলিভারির জন্য আপনাকে কল করে নিতে হবে 9547915754 নাম্বারে।