ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- প্রাণের শহর কলকাতা এখন মুখ ঢেকেছে উৎসবের মধ্যে দিয়ে। আর ইতিমধ্যে দুর্গা,কালি পুজোর পর জগদ্ধাত্রী পুজোর গড়ার দিকে নব জাত মডেলদের আরো সুবিধা দেওয়ার জন্য এগিয়ে এলো রাজন্যা দত্ত। তিনি সম্প্রতি বেশ কিছু মডেলদের একসাথে নিয়ে তার নতুন সব শাড়ির সম্ভার তুলে ধরলো যা আলপনার কালেকশন বলে পরিচয় পেলো সবার মধ্যে। এই খানে শাড়ি,গয়না ও বিয়ের সাজের ওপর সেইগুলো কে জোর দিয়ে এমন সুন্দর সব জামা কাপড় নিয়ে এলো তারা। এই সমস্ত সম্ভার মডেলদের মাধ্যমে আত্মপ্রকাশ করান তিনি ও মডেলদের সৌন্দয্যের নেপথ্যে থাকেন বেশ কিছু প্রসাধনী শিল্পীরা। এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে হলেন বৃষ্টি কুন্ডু যাকে সাজিয়ে তোলেন মৌমিতা দে, সঞ্জনা অধিকারী ও রিপতা দে-কে সাজিয়ে তোলেন রুমপি ঘোষ,দেবলীনা পাল কে সাজিয়ে তোলেন মুনমুন ঘোষ দাস,প্রিয়া মন্ডলের দ্বারা সেজে ওঠেন অরুনিমা মন্ডল, উপমা বাগ সাজিয়ে তোলেন রাজন্যা দত্ত ও পূজা মাহাতো। সমস্ত মডেলদের মধ্যে উপস্থিত ছিলেন হওয়ার বাসিন্দা দীপান্বিতা প্রামানিক তাকে সুন্দর রূপে গুছিয়ে তোলেন মনামি মান্না পাল। বিয়ের মরশুম শুরুর আগে এমন সুন্দর পোশাক আশায় ইতিমধ্যে বাজারে একটি দাগ কেটে গেছে।


