মহম্মদ শাহজাহান আনসারী , বাঁকুড়া:- গতকাল রাত্রি আনুমানিক ৯টা নাগাদ বিশেষ সূত্র মারফত খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ, মানিকবাজার জিপির অন্তর্গত, কৃষ্ণবাটি জঙ্গলে অবৈধ জুয়া খেলার বিরুদ্ধে একটি বিশেষ অভিযান চালায় ও সেখানে জুয়া চলাকালীন জুয়ার ঠেক থেকে, পাঁচজন আসামিকে গ্রেফতার করে। একই সাথে তাদের হেফাজত থেকে পাঁচটি মোবাইল ফোন, তিনটি মোটরসাইকেল, বিপুল অংকের টাকা, জুয়া খেলার তাস ও অন্যান্য সামগ্রী সিজ করা হয় ও আইনের নির্দিষ্ট ধারায় কেস করে আজ তাদের মহামান্য বিষ্ণুপুর আদালতে পাঠানো হয়।জুয়ার বিরুদ্ধে বিষ্ণুপুর মহকুমা পুলিশের অভিযান জারি থাকবে।


