সেরার সেরা মুখ ২

ঋদ্ধি ভট্টাচার্য, কোলকাতা:– এস.পি মিডিয়া ও এস. আর ইভেন্ট-এর যৌথ উদ্যোগে কলকাতার ঐতিহ্যময়ী শোভাবাজার নাট মন্দিরে অনুষ্ঠিত হয়ে গেল, সেরার সেরা মুখ সিজন টু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা শুভ্রজিৎ দত্ত, ডিজাইনার সান্তনু গুহ ঠাকুরতা ও ঝন্টু দে। বিচারক মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন জিহা দালাল, অপলা চৌধুরী কৌশিক ঠাকুর, মল্লিকা দাস ও অদ্বিতীয় দত্ত বনিক। দর্শকদের সামনে অপরূপ ডিজাইনের সমস্ত পোশাক তুলে ধরেন প্রদীপ পোদ্দার, কৌস্তব বিশ্বাস ও কল্যাণ ভান্ডারী। অনুষ্ঠানে মিস্টার ক্যাটেগরিতে বিজয়ী হন অসীম কুমার হালদার। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন রোহিত চক্রবর্তী ও অভিরূপ দাস। মিসেস বিভাগ একটি অনন্য রূপ বহন করে সমস্ত দর্শনার্থীদের মধ্যে। এটি যেন জলজ্যান্ত প্রমান যে রাধে সে চুলও বাঁধে তারই। এখানে বিজয়ী হন ডক্টর অমৃতা ভট্টাচার্য এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন মিতালী বন্দ্যোপাধ্যায় ও মল্লিকা মন্ডল। মিস বিভাগের থেকে বিজয়ী হন রাঠিকা রায় এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন তৃষা মন্ডল ও সুস্মিতা মাইতি।

সেরার সেরা মুখ ২

ঋদ্ধি ভট্টাচার্য, কোলকাতা:– এস.পি মিডিয়া ও এস. আর ইভেন্ট-এর যৌথ উদ্যোগে কলকাতার ঐতিহ্যময়ী শোভাবাজার নাট মন্দিরে অনুষ্ঠিত হয়ে গেল, সেরার সেরা মুখ সিজন টু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা শুভ্রজিৎ দত্ত, ডিজাইনার সান্তনু গুহ ঠাকুরতা ও ঝন্টু দে। বিচারক মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন জিহা দালাল, অপলা চৌধুরী কৌশিক ঠাকুর, মল্লিকা দাস ও অদ্বিতীয় দত্ত বনিক। দর্শকদের সামনে অপরূপ ডিজাইনের সমস্ত পোশাক তুলে ধরেন প্রদীপ পোদ্দার, কৌস্তব বিশ্বাস ও কল্যাণ ভান্ডারী। অনুষ্ঠানে মিস্টার ক্যাটেগরিতে বিজয়ী হন অসীম কুমার হালদার। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন রোহিত চক্রবর্তী ও অভিরূপ দাস। মিসেস বিভাগ একটি অনন্য রূপ বহন করে সমস্ত দর্শনার্থীদের মধ্যে। এটি যেন জলজ্যান্ত প্রমান যে রাধে সে চুলও বাঁধে তারই। এখানে বিজয়ী হন ডক্টর অমৃতা ভট্টাচার্য এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন মিতালী বন্দ্যোপাধ্যায় ও মল্লিকা মন্ডল। মিস বিভাগের থেকে বিজয়ী হন রাঠিকা রায় এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন তৃষা মন্ডল ও সুস্মিতা মাইতি।