মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- সোলার হাই মাস্ট লাইটের খুঁটি বসানোর সময় ভয়াবহ দুর্ঘটনা। ক্রেন উল্টে গুরুতর জখম হলেন সাত জন স্থানীয় বাসিন্দা। তাদের মধ্যে কয়েকজন নাবালকও রয়েছে। একই সঙ্গে উল্টে গেল হাই মাস্ট লাইটের খুঁটি। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়কের উপর, হিড়বাঁধ থানার বহড়ামুড়ি গ্রামে। প্রায় সাত জন গুরুতর জখম। আহতদের স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ শুরু করেছেন বাসিন্দারা।


