অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া, হাওড়া :- শক্তি আরাধনার সাথে প্রকৃতি আরাধনার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো উলুবেড়িয়া ব্লক ১ এর মহেশপুর অঞ্চলের বাড়বেড়িয়া একশন কমিটি।এই মহতী কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ,পূজা ,পার্বণে সক্রিয় ভাবে অংশ গ্রহন করে আসা বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়।বাড়বেড়িয়া একশন কমিটির এবারের ২৬ বছরের কালীপূজায় বিশেষ আকর্ষণ ২৬ টি ভেষজ উদ্ভিদ ও তার গুণাবলী সহযোগে প্রদর্শনী ও ২৬ জন অতিথি কে ভেষজ উদ্ভিদ বিতরণ এবং ভেষজ উদ্ভিদ এর গুণাবলী ও বর্তমান পরিবর্তিত পরিবেশ পরিস্থিতির নিরিখে সচেতনতা বৃদ্ধি করতে আলোচনা সভা।বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন – আমাদের প্রকৃতি মায়ের অগাধ সম্ভার থাকা সত্যেও দীর্ঘদিন এই সম্পর্কে চর্চার অভাবে আমরা আমাদের এই ” লতাপাতায় রোগমুক্তি ” সংস্কৃতিকে ভুলে অগ্নিমূল্য এলোপ্যাথির কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করে চলেছি।মানুষকে এই বিষয়ে সচেতন করতে বিদ্যালয়ের শিশুদের সাথে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা ভেষজ উদ্ভিদ বিতরণ,প্রদর্শন ও আলোচনার মাধ্যমে সমৃদ্ধ করতে দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।মানুষের কাছে আমরা ভীষণ পজিটিভ সাড়া পাচ্ছি।আমাদের বিশ্বাস মানুষ এলোপ্যাথিক দূরে সরিয়ে ভেষজ উদ্ভিদ সম্পর্কে সচেতন হয়ে নিজেদের সুস্থ রাখতে সচেষ্ট হবে।তাহলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে।