‘
ঋদ্ধি ভট্টাচার্য, কোলকাতা:- বধূঘর সংস্থার কর্ণধার রেশমি সিং বিগত কয়েক বছর ধরে নবগত মডেলদের প্রোফাইল ও পোর্টফোলিও তৈরি করতে তাদের পাশে এসে দাঁড়িয়েছে।দিওয়ালির ঠিক আগে এমন একটি উদ্বোগ নিয়ে এগিয়ে এল তার সংস্থা। মলি স্টুডিও ডিজাইনার মহানন্দ মাঝি তুলে ধরলেন তার নতুন লেহেঙ্গা ও প্রাশ্চাত্যের পোশাক। পাশাপাশি মেকআপ শিল্পীরা মডেলদের সুন্দর লুক দিয়ে বিভিন্ন জাদু দেখালেন। হাওড়া রাজন্যা দত্তকে তার দেওয়ালি লুকে অসাধারণ দেখাচ্ছিল, যা করেছিলেন প্রিয়াঙ্কা দাস ও অপূর্ব ব্রাইডাল রূপে চন্দনা সাহা সাজিয়ে তুলেছিলেন সুতৃষ্ণা সামন্তকে। খাটি পাশ্চাত্য পোশাকে দেখা যায় মৌমিতা বনিক-কে যাকে সাজিয়ে তুলেছিলেন সংযুক্তা দাস, এছাড়াও সোনাই বিশ্বাস এর দারা সেজে উঠেছিলেন সানিয়া হোসেন, দেবিকা বিশ্বাস সাজিয়ে তুলেছিলেন সংযুক্তা রায় কে, সঞ্চিতা দাস সাজিয়ে তুলেছিলেন স্মৃতিরেখা রায়- কে, সঞ্জনা রায়ের দারা অপরূপ রূপে সেজে উঠেছিল দিশা বোস। ময়না মন্ডল সাজিয়ে তোলেন প্রদীপ্তা মজুমদার-কে। ঝরনা পাসি সাজিয়ে তুলেছিলেন শমিস্তায় হালদার কে। মডেলিং জগতে মুখ্য কান্ডারী ভূমিকায় পালন করেন ক্যামেরার পিছন থেকে এবং এই অনুষ্ঠানে তার দায়িত্বে ছিলেন স্বনামধন্য ফটোগ্রাফার অর্পিতা ব্যানার্জি। প্রাক দেওয়ালি ঠিক আগেই এমন অসাধারণ একটি কালেকশন ও রেশমি সিং-এর এমন উদ্যোগ মডেলিং জগতে এক নতুন আলোরন সৃষ্টি করল তার বধূ ঘর।