মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- ডিজাইনের ঝাঁটা রয়েছে লম্পা ফুলের ঝাঁটা , লম্বা ফুল ঝাঁটা নারকেল ঝাঁটা যা ধরে ব্যবহার করলে আর ঝুঁকতে হয় না। ফলে কোমর বা হাটুতে বাড়তি চাপ পড়ে না।
সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে চিরাচরিত্র ঝাঁটার চেহারা । ধনতেরাস এর আগে বাঁকুড়া শহরে চার্জ মোড় এলাকা নিয়ে ঝাঁটার ব্যবসায়ীরা ব্যস্ত হয়ে পড়েছে রমরমা বিক্রিতে । প্রতিটি ঝাঁটার পাইকারি দাম ৮০ টাকা, আর খুচরা মিলবে ১২০টাকায়। ব্যবসায়ীদের মুখে হাসি। ধনতেরাস মানেই সোনা রুপা কেনাকাটার পাশাপাশি অনেকে ঝাঁটাও কিনে থাকেন।
বহু পরিবার প্রজন্ম ধরে ঝাঁটা তৈরি কাজের সঙ্গে যুক্ত। আগে তারা বানাতেন ছোট আকারে ঝাঁটা, যা ব্যবহারের সময় নুয়ে বা ঝুঁকে কাজ করতে হতো। কিন্তু এখন সময় বদলেছে, বদলেছে মানুষের শারীরিক চাহিদাও। আধুনিক জীবনের এক সাধারণ সমস্যা হল কোমর ও হাঁটুর ব্যথা। সেই সমস্যাকে মাথায় রেখে এবার ঝাঁটা পেয়েছে নতুন অবতার। লম্বা কাঠির ফুল ঝাঁটা।