ফ্যাশান মস্তির নতুন দিশা

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- কলকাতার বুকে নবজাত মডেলদের নতুন ভাবে সুযোগ দিতে এবং তাদের মধ্যে কাজ দিতে এগিয়ে এলো আর.পি.প্রোডাকশন। সম্প্রীতি একটি ক্যাফেতে তারা কিছু মডেলদের সম্মাননিত করেন এবং তাদের নিয়ে উন্মোচন করেন একটি নতুন ইউটিউব চ্যানেল ‘ফ্যাশন মস্তি এন্টারটেইনমেন্ট’।সম্মানীয় মডেলদের মধ্যে উপস্থিত ছিলেন রোশনি,শালিনী, দেবারতি,পোপো, ঐন্দ্রিলা মহাজন, শ্রেয়া কুন্ডু, নিশা দাস, সিমা ও শুটিরনা দত্ত সহ আরো অনেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও মডেল প্রিয়াঙ্কা বর্ণিতা বিশ্বাস যিনি মূলত বহু ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন এবং সনি টেন এ ম্যাডাম স্যার সিরিয়ালের জন্য খ্যাত। এছাড়াও বহু ওয়েব সিরিজ ও বাংলা ছবি দ্রৌপদী হরর নাইট-এ অভিনয় করেছেন এবং সদ্যপ্রয়াত জুবিন গার্গ এর গানে সম্রাট মুখার্জির সাথে ধুম মিউজিক কাজের জন্য খ্যাত। এছাড়াও উপস্থিত ছিলেন প্রখ্যাত মডেল রোশনি মজুমদার যিনি বাংলা ছবি অকালবোধন(যেটায় তিনি নিজে পরিচালকও ছিলেন), রং রুট, জানোয়ার মতো ছবিতে নায়িকা হিসেবে দেখা গেছে । অনুষ্ঠানে পাশাপাশি সমস্ত মডেলদের আগামী কাজের জন্য চুক্তি হস্তান্তর করা হয় যার কাজ আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে।

ফ্যাশান মস্তির নতুন দিশা

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- কলকাতার বুকে নবজাত মডেলদের নতুন ভাবে সুযোগ দিতে এবং তাদের মধ্যে কাজ দিতে এগিয়ে এলো আর.পি.প্রোডাকশন। সম্প্রীতি একটি ক্যাফেতে তারা কিছু মডেলদের সম্মাননিত করেন এবং তাদের নিয়ে উন্মোচন করেন একটি নতুন ইউটিউব চ্যানেল ‘ফ্যাশন মস্তি এন্টারটেইনমেন্ট’।সম্মানীয় মডেলদের মধ্যে উপস্থিত ছিলেন রোশনি,শালিনী, দেবারতি,পোপো, ঐন্দ্রিলা মহাজন, শ্রেয়া কুন্ডু, নিশা দাস, সিমা ও শুটিরনা দত্ত সহ আরো অনেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও মডেল প্রিয়াঙ্কা বর্ণিতা বিশ্বাস যিনি মূলত বহু ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন এবং সনি টেন এ ম্যাডাম স্যার সিরিয়ালের জন্য খ্যাত। এছাড়াও বহু ওয়েব সিরিজ ও বাংলা ছবি দ্রৌপদী হরর নাইট-এ অভিনয় করেছেন এবং সদ্যপ্রয়াত জুবিন গার্গ এর গানে সম্রাট মুখার্জির সাথে ধুম মিউজিক কাজের জন্য খ্যাত। এছাড়াও উপস্থিত ছিলেন প্রখ্যাত মডেল রোশনি মজুমদার যিনি বাংলা ছবি অকালবোধন(যেটায় তিনি নিজে পরিচালকও ছিলেন), রং রুট, জানোয়ার মতো ছবিতে নায়িকা হিসেবে দেখা গেছে । অনুষ্ঠানে পাশাপাশি সমস্ত মডেলদের আগামী কাজের জন্য চুক্তি হস্তান্তর করা হয় যার কাজ আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে।