নিজস্ব প্রতিনিধি, নিউ টাউন: অলক্তিকা বাজার কমিটির উদ্যোগে আজ বিজয়ার শুভেচ্ছা জ্ঞাপন করলেন রাজারহাট নিউটাউন শহর আইএনটিটইউসি এর সভাপতি তথা বিধান নগর পৌর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডল মহাশয়কে। উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানকে ঘিরে কর্মীদের মধ্যে উচ্ছাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রাজারহাট নিউ টাউন শহর আইএনটিটিইউসির সভাপতি আজিজুল হোসেন মন্ডল বলেন আগামী দিনে সবাই হাতে হাত রেখে একসাথে এগিয়ে যাব এটাই আমাদের মূল বার্তা।, তিনি আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজারহাট নিউটাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জির হাতকে শক্ত করতে আগামী ২০২৬ নির্বাচনে রাজারহাট নিউটাউন আইএনটি ডিউসি একটি বিশেষ ভূমিকা পালন করবে করবে।