মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- শনিবার সকালে বাঁকুড়া রেল স্টেশনে যৌথভাবে এরিয়া ডোমিনেশন অভিযান চালাল জিআরপি ও আরপিএফ। উৎসবের মরশুমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনও ধরনের নাশকতা ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযানে প্ল্যাটফর্ম, ফুটওভার ব্রিজ, সার্কুলেটিং এরিয়া, রেললাইন থেকে শুরু করে ট্রেনের ভেতর পর্যন্ত তল্লাশি চালানো হয়। সঙ্গে ছিল আরপিএফের স্লিপার ডগ ও খড়্গপুর জিআরপি-র বম্ব ডিসপোজাল অ্যান্ড ডিটেকশন স্কোয়াড।
আরপিএফ আধিকারিক তপন কুমার রায় জানান, “দীপাবলি ও ছটের সময় ভিড় বাড়বে স্টেশনে। সেই কারণে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার স্বার্থে এই অভিযান। কোনও সন্দেহজনক বস্তু বা ব্যক্তি যাতে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
এদিনের তল্লাশিতে সন্দেহজনক কিছু মেলেনি বলে জানিয়েছে রেল পুলিশ। তবে উৎসবের দিনগুলিতে যাত্রীদের নিরাপত্তায় নজরদারি আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছে জিআরপি ও আরপিএফ।