মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: ‘ ছাতনা এলাকার বিজেপি বিধায়কের নাম করে প্রকাশ্যে তাঁকে ন্যাংটো করে দৌড় করানোর হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন তৃনমূলের ইন্দপুর ব্লকের সভাপতি রেজাউল খাঁ। ওই মঞ্চ থেকেই তৃনমূলের ব্লক সভাপতি বলেন, বিধায়কের জন্য ডান্ডাতে তেল লাগানো আছে। বাঁকুড়ার শুশুনিয়ায় আজ তৃনমূলের ছাতনা ব্লকের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে তৃনমূলের ব্লক সভাপতির এই মন্তব্যে তৈরী হয়েছে তীব্র বিতর্ক। বিজেপির পাল্টা কটাক্ষ, সামনেই নির্বাচন। দেখা যাক জনগণ কাকে ন্যংটো করে দৌড় করায়।