বিধানসভা ভোটে নিজের এলাকায় জেতাতে না পারলে আগামীতে টিকিট মিলবে না: অরুপ চক্রবর্তী

মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে নিজের ওয়ার্ডে দলকে জেতাতে না পারলে আগামী পুরভোটে টিকিট মিলবে না দলের কাউন্সিলারদের। বাঁকুড়া শহর তৃনমূল আয়োজিত বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার সাংসদ অরুপ চক্রবর্তী। হতাশায় এই ধরনের হুমকি কটাক্ষ বিজেপির।

২০২১ এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া সদর সহ বাঁকুড়া জেলার ১২ টি বিধানসভার মধ্যে ৮ টি বিধানসভায় শোচনীয়ভাবে হেরে যায় তৃনমূল। লোকসভা ভোটে তৃনমূল বাঁকুড়া লোকসভায় জয়লাভ করলেও বাঁকুড়া পুর এলাকায় ২৪ টি ওয়ার্ডের মধ্যে ২২ টিতেই পিছিয়ে ছিল তৃনমূল। স্বাভাবিকভাবে তখন থেকেই বাঁকুড়া শহরে শাসক দলের সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই পরিস্থিতিতে সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে শহরের মানুষের মন ফেরানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃনমূল। আর এক্ষেত্রে দলীয়ভাবে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে কাউন্সিলারদের। গতকাল বাঁকুড়ার বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে সে প্রসঙ্গেই কাউন্সিলারদের কার্যত হুঁশিয়ারি দিয়ে বসেন বাঁকুড়ার তৃনমূল সাংসদ। তাঁর দাবি যে কাউন্সিলার নিজের ওয়ার্ডে দলকে জেতাতে পারবেন না , তিনি আগামীদিনে দলের টিকিট পাবেন না। সংগঠনের নেতাদের হুঁশিয়ারি দিয়ে সাংসদ বলেন, আজই ঠিক করুন ভোট করবেন কিনা? দয়া করে ভিড় বাড়াতে আসবেন না।দলের কাজটা আগে করতে হবে।

তবে শুধু কাউন্সিলারদের উদ্যেশ্যেই নয় দলের নেতাদের একাংশকেও এদিন হুঁশিয়ারি দেওয়া হয় মঞ্চ থেকে। তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায় দলের নেতাদের একাংশের উদ্যেশ্যে বলেন, দলের কেউ কেউ এ ওর কানে গিয়ে দলের নেতাদের বিরুদ্ধেই কানাভাঙানি দেন। দয়া করে এগুলো বন্ধ করুন। সামনেই বিধানসভা নির্বাচন। সকলকে একসাথে কাজ করতে হবে।

তৃনমূলের সাংসদ ও জেলা সভাপতির এমন মন্তব্যকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির স্থানীয় বিধায়কের দাবি এই ধরনের কথাবার্তা হতাশার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।

বিধানসভা ভোটে নিজের এলাকায় জেতাতে না পারলে আগামীতে টিকিট মিলবে না: অরুপ চক্রবর্তী

মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে নিজের ওয়ার্ডে দলকে জেতাতে না পারলে আগামী পুরভোটে টিকিট মিলবে না দলের কাউন্সিলারদের। বাঁকুড়া শহর তৃনমূল আয়োজিত বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার সাংসদ অরুপ চক্রবর্তী। হতাশায় এই ধরনের হুমকি কটাক্ষ বিজেপির।

২০২১ এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া সদর সহ বাঁকুড়া জেলার ১২ টি বিধানসভার মধ্যে ৮ টি বিধানসভায় শোচনীয়ভাবে হেরে যায় তৃনমূল। লোকসভা ভোটে তৃনমূল বাঁকুড়া লোকসভায় জয়লাভ করলেও বাঁকুড়া পুর এলাকায় ২৪ টি ওয়ার্ডের মধ্যে ২২ টিতেই পিছিয়ে ছিল তৃনমূল। স্বাভাবিকভাবে তখন থেকেই বাঁকুড়া শহরে শাসক দলের সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই পরিস্থিতিতে সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে শহরের মানুষের মন ফেরানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃনমূল। আর এক্ষেত্রে দলীয়ভাবে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে কাউন্সিলারদের। গতকাল বাঁকুড়ার বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে সে প্রসঙ্গেই কাউন্সিলারদের কার্যত হুঁশিয়ারি দিয়ে বসেন বাঁকুড়ার তৃনমূল সাংসদ। তাঁর দাবি যে কাউন্সিলার নিজের ওয়ার্ডে দলকে জেতাতে পারবেন না , তিনি আগামীদিনে দলের টিকিট পাবেন না। সংগঠনের নেতাদের হুঁশিয়ারি দিয়ে সাংসদ বলেন, আজই ঠিক করুন ভোট করবেন কিনা? দয়া করে ভিড় বাড়াতে আসবেন না।দলের কাজটা আগে করতে হবে।

তবে শুধু কাউন্সিলারদের উদ্যেশ্যেই নয় দলের নেতাদের একাংশকেও এদিন হুঁশিয়ারি দেওয়া হয় মঞ্চ থেকে। তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায় দলের নেতাদের একাংশের উদ্যেশ্যে বলেন, দলের কেউ কেউ এ ওর কানে গিয়ে দলের নেতাদের বিরুদ্ধেই কানাভাঙানি দেন। দয়া করে এগুলো বন্ধ করুন। সামনেই বিধানসভা নির্বাচন। সকলকে একসাথে কাজ করতে হবে।

তৃনমূলের সাংসদ ও জেলা সভাপতির এমন মন্তব্যকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির স্থানীয় বিধায়কের দাবি এই ধরনের কথাবার্তা হতাশার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।