শারদীয়া সেরা মুখ ২০২৫

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সবে মাত্র শেষ হয়ছে। আবার একটি বছরের দীর্ঘ প্রতীক্ষা বললেই চলে। পুজো শেষ এবং বিজয় সম্মেলন হবে না বাঙালিদের মধ্যে সেটি কখনোই হয় না। সেই উপলক্ষে প্রীতি জৈন এন্টারপ্রাইজ-এর কর্ণধার শ্রীমতি প্রীতি জৈন ও বালাজি এন্টারপ্রাইজ এর সহযোগিতায় কলকাতায় বুকে হয়ে গেল শারদীয়ার সেবা মুখ প্রতিযোগিতা সিজন ৩। অনুষ্ঠানে বিচারক মন্ডলী ভূমিকায় ছিলেন ডক্টর হিতেশ কুমার ঘোষ, এএসডি প্রোডাকশন হাউজের কর্ণধার প্রিয়াঙ্কা সিং দত্তা। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা রায়, শারদীয়া সেরার মুখ সিজন টু-এর বিজেতা সুদূর বর্ধমান থেকে এসেছিলেন সৃজা সাহা পোদ্দার যিনি মিস গ্ল্যামারাস কুইন-এর বিজয়ীনি হন। এছাড়া উপস্থিত ছিলেন সোনাম ও দুর্গাপুরের বাসিন্দা মনস্রিজা মুখার্জী সহ আরো অনেকে। টিন বিভাগের থেকে শারদীয়ার সেরা মুখ হিসেবে নির্বাচিত হন দুর্গাপুরের বাসিন্দা সৌর্য্যা অধিকারী। পঞ্চম শ্রেণীতে পড়ার সাথে সাথে নিজেকে বহুদিন ধরে গড়ে তুলে এমন একটি মঞ্চে উপস্থিত হয়ে এবং বিজেতা হয়ে তিনি সত্যিই আপ্লুত। প্রথম স্থান অধিকার করেন শিলিগুড়ি বাসিন্দা মৌলি চক্রবর্তী। মিস বিভাগের বিজয়ী হন মালা দাস। দীর্ঘদিন ধরে নিজের শখেই মডেলিং করে থাকে এবং বহু প্রচেষ্টার ফলে জীবনের প্রথম সেরার শিরোপা যেতেন ও শারদীয় সেরা মুখ হিসেবে নির্বাচিত হন। দ্বিতীয় স্থান অধিকার কবে শ্রীরামপুরের বাসিন্দা, রোশনি ঘোষ ও তৃতীয় স্থান অধিকার করেন কাহানি বিশ্বাস প্রামানিক। কিডস বিভাগে নিজেকে ভারতের জাতীয় পাখি রূপে জনগণের সামনে তুলে ধরে এবং নিজের প্রচেষ্টা ভর করে বিজয়ী হয় সম্পূর্ণ দাস। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে রিহান হাঁসাদ ও ধ্রুভি প্রাসাদ। সেরা ফটোজেনিক হিসেবে শিরোপা পায় শ্রীআন্স বিশ্বাস। প্রতিযোগিতা ছাড়াও দর্শকদের কাছে নিজস্ব বুটিক কে সম্ভার নিয়ে দেখালেন পায়েল বিশ্বাস যার মাধ্যমে তার গহনার একটি অদ্বিতীয়া কালেকশন ফুটে ওঠে, এছাড়াও অরিজিৎ মাইতি, রঞ্জিতা ভট্টাচার্য ও চন্দ্রিমা বসুর ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাকের ওপর একটি রানওয়ে অনুষ্ঠিত হয়। রানওয়ে মডেল হিসেবে দেখা যায় শুভেচ্ছা গুইন,অলিভিয়া ঘোষ,শোভা ঘোষ,অনামিকা রক্ষিত, অন্তরা চক্রবর্তী, রুপালি শাও সহ আরো অনেকে এবং শো স্টপার হয়ে নিজেকে পরিদর্শন করেন সুরভি দাস।

শারদীয়া সেরা মুখ ২০২৫

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সবে মাত্র শেষ হয়ছে। আবার একটি বছরের দীর্ঘ প্রতীক্ষা বললেই চলে। পুজো শেষ এবং বিজয় সম্মেলন হবে না বাঙালিদের মধ্যে সেটি কখনোই হয় না। সেই উপলক্ষে প্রীতি জৈন এন্টারপ্রাইজ-এর কর্ণধার শ্রীমতি প্রীতি জৈন ও বালাজি এন্টারপ্রাইজ এর সহযোগিতায় কলকাতায় বুকে হয়ে গেল শারদীয়ার সেবা মুখ প্রতিযোগিতা সিজন ৩। অনুষ্ঠানে বিচারক মন্ডলী ভূমিকায় ছিলেন ডক্টর হিতেশ কুমার ঘোষ, এএসডি প্রোডাকশন হাউজের কর্ণধার প্রিয়াঙ্কা সিং দত্তা। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা রায়, শারদীয়া সেরার মুখ সিজন টু-এর বিজেতা সুদূর বর্ধমান থেকে এসেছিলেন সৃজা সাহা পোদ্দার যিনি মিস গ্ল্যামারাস কুইন-এর বিজয়ীনি হন। এছাড়া উপস্থিত ছিলেন সোনাম ও দুর্গাপুরের বাসিন্দা মনস্রিজা মুখার্জী সহ আরো অনেকে। টিন বিভাগের থেকে শারদীয়ার সেরা মুখ হিসেবে নির্বাচিত হন দুর্গাপুরের বাসিন্দা সৌর্য্যা অধিকারী। পঞ্চম শ্রেণীতে পড়ার সাথে সাথে নিজেকে বহুদিন ধরে গড়ে তুলে এমন একটি মঞ্চে উপস্থিত হয়ে এবং বিজেতা হয়ে তিনি সত্যিই আপ্লুত। প্রথম স্থান অধিকার করেন শিলিগুড়ি বাসিন্দা মৌলি চক্রবর্তী। মিস বিভাগের বিজয়ী হন মালা দাস। দীর্ঘদিন ধরে নিজের শখেই মডেলিং করে থাকে এবং বহু প্রচেষ্টার ফলে জীবনের প্রথম সেরার শিরোপা যেতেন ও শারদীয় সেরা মুখ হিসেবে নির্বাচিত হন। দ্বিতীয় স্থান অধিকার কবে শ্রীরামপুরের বাসিন্দা, রোশনি ঘোষ ও তৃতীয় স্থান অধিকার করেন কাহানি বিশ্বাস প্রামানিক। কিডস বিভাগে নিজেকে ভারতের জাতীয় পাখি রূপে জনগণের সামনে তুলে ধরে এবং নিজের প্রচেষ্টা ভর করে বিজয়ী হয় সম্পূর্ণ দাস। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে রিহান হাঁসাদ ও ধ্রুভি প্রাসাদ। সেরা ফটোজেনিক হিসেবে শিরোপা পায় শ্রীআন্স বিশ্বাস। প্রতিযোগিতা ছাড়াও দর্শকদের কাছে নিজস্ব বুটিক কে সম্ভার নিয়ে দেখালেন পায়েল বিশ্বাস যার মাধ্যমে তার গহনার একটি অদ্বিতীয়া কালেকশন ফুটে ওঠে, এছাড়াও অরিজিৎ মাইতি, রঞ্জিতা ভট্টাচার্য ও চন্দ্রিমা বসুর ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাকের ওপর একটি রানওয়ে অনুষ্ঠিত হয়। রানওয়ে মডেল হিসেবে দেখা যায় শুভেচ্ছা গুইন,অলিভিয়া ঘোষ,শোভা ঘোষ,অনামিকা রক্ষিত, অন্তরা চক্রবর্তী, রুপালি শাও সহ আরো অনেকে এবং শো স্টপার হয়ে নিজেকে পরিদর্শন করেন সুরভি দাস।