আমাদের খামতির কারনে আমরা হারছি প্রকাশ্যে দাবি তৃণমূল সভাপতির

মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:– আমাদের খামতির কারনে আমরা হারছি প্রকাশ্যে দাবি তৃণমূল সভাপতির। বিজপির আই টি সেলের নেতার তৃণমূলে যোগদান বাঁকুড়া ২ নং ব্লকে শক্তি বৃদ্ধি করল তৃণমূল। যোগদান কে কটাক্ষ বিজেপির।।।

বছর ঘুরলেই ২৬ এর ভোট যুদ্ধ। যুদ্ধের শুরুর আগেই নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে ভোট যুদ্ধের প্রস্তুতি শুরু ঘাসফুল শিবিরে। নিজেদের দলের দুর্বলতা কাটিয়ে নিজের খামতি পূরনের পাশাপাশি ভিন দলের মানুষের যোগদান করে দলের সংগঠন বেশি করে শক্তিশালী করার প্রস্তুতি তৃণমূল শিবিরে। বৃহঃস্পতিবার বাঁকুড়া ২ নং ব্লকের বিকনায় বিজয়া সম্মিলনীর মঞ্চে দলের নেতা ও কর্মীদের সতর্ক করার পাশাপাশি বিজেপি সিপিএম ও নির্দল থেকে বহু পরিবার তৃণমূলে যোগ দিলেন এদিনের সম্মেলনের বহু নেতা কর্মী। দলের শক্তি বৃদ্ধি হচ্ছে দাবি তৃণমূলের সভাপতির। বিজেপির কাজ শুধু বিভ্রান্ত ছড়ানো তাই বিজেপি ছাড়লাম দাবি বিজেপি আই টি সেলের নেতার। সব নাটক বলে পালটা কটাক্ষ বিজেপি বিধায়কের।

আমাদের খামতির কারনে আমরা হারছি প্রকাশ্যে দাবি তৃণমূল সভাপতির

মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:– আমাদের খামতির কারনে আমরা হারছি প্রকাশ্যে দাবি তৃণমূল সভাপতির। বিজপির আই টি সেলের নেতার তৃণমূলে যোগদান বাঁকুড়া ২ নং ব্লকে শক্তি বৃদ্ধি করল তৃণমূল। যোগদান কে কটাক্ষ বিজেপির।।।

বছর ঘুরলেই ২৬ এর ভোট যুদ্ধ। যুদ্ধের শুরুর আগেই নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে ভোট যুদ্ধের প্রস্তুতি শুরু ঘাসফুল শিবিরে। নিজেদের দলের দুর্বলতা কাটিয়ে নিজের খামতি পূরনের পাশাপাশি ভিন দলের মানুষের যোগদান করে দলের সংগঠন বেশি করে শক্তিশালী করার প্রস্তুতি তৃণমূল শিবিরে। বৃহঃস্পতিবার বাঁকুড়া ২ নং ব্লকের বিকনায় বিজয়া সম্মিলনীর মঞ্চে দলের নেতা ও কর্মীদের সতর্ক করার পাশাপাশি বিজেপি সিপিএম ও নির্দল থেকে বহু পরিবার তৃণমূলে যোগ দিলেন এদিনের সম্মেলনের বহু নেতা কর্মী। দলের শক্তি বৃদ্ধি হচ্ছে দাবি তৃণমূলের সভাপতির। বিজেপির কাজ শুধু বিভ্রান্ত ছড়ানো তাই বিজেপি ছাড়লাম দাবি বিজেপি আই টি সেলের নেতার। সব নাটক বলে পালটা কটাক্ষ বিজেপি বিধায়কের।