মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া: মৃত্যু ও অসুস্থতায় দূষণের অভিযোগে কারখানায় বিক্ষোভ।*পর পর দুটি অস্বাভাবিক মৃত্যু ও কয়েক জনের অসুস্থ হয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার মেজিয়া ব্লকের লালবাজার গ্রামে। স্থানীয় এক ইথানল তৈরির কারখানার বিরুদ্ধে দূষণ ছড়ানোর অভিযোগ তুলে বুধবার সন্ধ্যায় কারখানার দরজা আটকে ঘন্টাখানেক বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার গ্রামের এক যুবক ও বুধবার এক গৃহবধূ আকস্মিক অসুস্থ হয়ে মারা যান। এ দিন আরও কয়েকজন বাসিন্দা শ্বাসকষ্ট ও বুকে চাপের সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মেজিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। খবর পেয়ে ব্লক স্বাস্থ্য দফতর, প্রশাসন ও পুলিশ গ্রামে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে। তবে মৃতদের পরিবার ময়নাতদন্তে রাজি না হওয়ায় প্রশ্ন উঠেছে, অস্বাভাবিক মৃত্যুর পরেও দেহগুলি কীভাবে ময়নাতদন্ত ছাড়াই দাহ করা হল।বিক্ষোভকারীরা জানান, কারখানা থেকে নির্গত দুর্গন্ধ ও বর্জ্য জল আশপাশের গ্রামগুলিতে ছড়িয়ে পড়ছে। তাঁদের অভিযোগ, “এই দূষণেই মানুষ অসুস্থ হচ্ছেন, মৃত্যুর ঘটনাও তার ফল।”