ব্যালটে ভোট ফেরানোর দাবিতে বাঁকুড়ায় বিক্ষোভ

মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- ব্যালটে ভোট ফেরানোর দাবিতে বাঁকুড়ায় বিক্ষোভ। ইভিএমের বদলে ব্যালটে ভোট ফিরিয়ে আনার দাবি সহ নানা ইস্যুতে সরব হলো ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা এবং পিছড়াবর্গ মোর্চা নামের তিনটি সংগঠন। বুধবার বাঁকুড়া শহরে জেলা শাসকের দফতর ঘেরাওয়ের ডাক দেয় ওই সংগঠনগুলি।সকালে পাঁচবাগা মোড় থেকে মিছিল শুরু করে আন্দোলনকারীরা জেলা শাসকের দফতরের দিকে এগোতে থাকেন। কিন্তু আই জি মোড়েই পুলিশ ব্যারিকেড করে তাদের আটকায়। এরপর রাস্তার উপর বসেই বিক্ষোভে সামিল হন তিন সংগঠনের কর্মীরা।আন্দোলনকারীদের অভিযোগ, সর্বত্র আদিবাসীদের উপর অত্যাচার চলছে, ধর্মান্তরিত আদিবাসীদের সমাজ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হচ্ছে। তপশিলি ও পিছিয়ে পড়া শ্রেণীর সরকারি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে নেই কোনো সুনির্দিষ্ট সংরক্ষণ নীতি। এই অবিচার অবিলম্বে বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।ভারত মুক্তি মোর্চার জেলা সভাপতি বাসুদেব সিং সর্দার বলেন, আমাদের দাবিগুলো এখনই মানতে হবে। নইলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।বাঁকুড়া থেকে মহম্মদ শাহজাহান আনসারী:-

ব্যালটে ভোট ফেরানোর দাবিতে বাঁকুড়ায় বিক্ষোভ

মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- ব্যালটে ভোট ফেরানোর দাবিতে বাঁকুড়ায় বিক্ষোভ। ইভিএমের বদলে ব্যালটে ভোট ফিরিয়ে আনার দাবি সহ নানা ইস্যুতে সরব হলো ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা এবং পিছড়াবর্গ মোর্চা নামের তিনটি সংগঠন। বুধবার বাঁকুড়া শহরে জেলা শাসকের দফতর ঘেরাওয়ের ডাক দেয় ওই সংগঠনগুলি।সকালে পাঁচবাগা মোড় থেকে মিছিল শুরু করে আন্দোলনকারীরা জেলা শাসকের দফতরের দিকে এগোতে থাকেন। কিন্তু আই জি মোড়েই পুলিশ ব্যারিকেড করে তাদের আটকায়। এরপর রাস্তার উপর বসেই বিক্ষোভে সামিল হন তিন সংগঠনের কর্মীরা।আন্দোলনকারীদের অভিযোগ, সর্বত্র আদিবাসীদের উপর অত্যাচার চলছে, ধর্মান্তরিত আদিবাসীদের সমাজ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হচ্ছে। তপশিলি ও পিছিয়ে পড়া শ্রেণীর সরকারি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে নেই কোনো সুনির্দিষ্ট সংরক্ষণ নীতি। এই অবিচার অবিলম্বে বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।ভারত মুক্তি মোর্চার জেলা সভাপতি বাসুদেব সিং সর্দার বলেন, আমাদের দাবিগুলো এখনই মানতে হবে। নইলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।বাঁকুড়া থেকে মহম্মদ শাহজাহান আনসারী:-